Howrah News: হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তনী নাসায় কর্মরত! ৫০বছর পর এলেন স্কুলে

Last Updated:

হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের ছাত্রী থেকে কিভাবে নাসায় বিজ্ঞানী হয়ে ওঠা বিস্তারিত আলোচনা করলেন হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তন ছাত্রী  ডঃ সঙ্ঘমিত্রা দত্ত

+
হাওড়া

হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তন ছাত্রী  নাসায় কর্মরত প্রায় 30 বছর

হাওড়া: হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তনী নাসায় কর্মরত! বিশ্বের মহাকাশ গবেষণা কেন্দ্রের মধ্যে অন্যতম আমেরিকার নাসা গবেষণা কেন্দ্র। সেখানেই গত প্রায় ৩০ বছর কর্মরত বিজ্ঞানী সঙ্ঘমিত্রা দত্ত। বর্তমানে তিনি নাসা গবেষণা কেন্দ্রের হয়ে ইসরোর সঙ্গে কাজ করছেন। কর্মসূত্রে আমেরিকায় বসবাস হলেও ভারতবর্ষ ও বাংলার প্রতি তাঁর ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। হাওড়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সুযোগ পেতেই হাজির হয়েছেন নিজের স্কুল হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলে।
১৯৭২ সালে স্কুল পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে তারপর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে বিদেশে পাড়ি দেন। আমেরিকা জার্মান বিভিন্ন দেশ ঘুরে শিক্ষা অর্জনের পর নাসায় কাজের সুযোগ পান। গত প্রায় তিন দশক মহাকাশ গবেষণা সমস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামাল দিচ্ছেন তিনি। বিদেশে দীর্ঘ সময় কাটালেও বাংলা ভাষায় কথা বলা রবীন্দ্র সংগীত গান গাওয়া নিজে হাতে রান্না করা এমনকি বাঙালি কৃষ্টি সংস্কৃতি ভুলে যাননি তিনি সর্বদা শাড়ি পড়তেই বেশি ভালোবাসেন। এদিন নিজের স্কুল যোগেশ চন্দ্র গার্লস এ এসে কয়েক ঘন্টা সময় কাটান।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় আলাপচারিতা তাঁর ছাত্র ও কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। একটি সাধারণ বাঙালি পরিবার থেকে একজন মেধা বঙ্গকন্যা কিভাবে সুদুর আমেরিকায় পৌঁছে নাসায় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ৩০ বছর পার করেে দেওয়া, সে বিষয়ে বিস্তারিত জানান। পাশাপাশি কিভাবে এই ছাত্র জীবন থেকে নিজের লক্ষ্যে পৌঁছতে কোন দিক গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি গলায় গান শোনালেন সকলকে। সবশেষে আবারও এই স্কুলে আসার প্রতিশ্রুতি দেন।
advertisement
এ প্রসঙ্গে বিজ্ঞানী ডঃ সঙ্ঘমিত্রা দত্ত জানান, বিদেশ নয় দেশের কলেজে পড়েও সফলতা মিলতে পারে। বর্তমানে নাসার প্রায় সমতুল্য ইসরো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তনী নাসায় কর্মরত! ৫০বছর পর এলেন স্কুলে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement