Forest Fire: আউশগ্রামের জঙ্গলে ভয়াবহ আগুন, অনেক বুঝিয়েও সম্বল সেই ব্যর্থতা

Last Updated:

রবিবার মানুষকে সচেতন করা হলেও ওইদিন‌ই রাতে আগুন লাগানো হয় জঙ্গলে। রবিবার বাইক র‍্যালি যখন শেষ পর্যায়ে ঠিক তখনই লবণধার গ্রামের দুই কিলোমিটার আগে জঙ্গলে আগুন দেখতে পান পরিবেশপ্রেমীরা

+
আউশগ্রাম

আউশগ্রাম জঙ্গল 

পূর্ব বর্ধমান: বাংলার শস্যগোলা পূর্ব বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত আউশগ্রাম। সম্পূর্ণ জঙ্গল দিয়ে ঘেরা এই এলাকা। তবে প্রতিবছরই বসন্তকালে এখানকার জঙ্গলের বেশকিছু জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। অনেক সময় প্রাকৃতিক কারণে, আবার বিভিন্ন ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়। জঙ্গলে এই আগুন লাগানো বন্ধ করতে বিভিন্নভাবে উদ্যোগ নিতেও দেখা গিয়েছে পরিবেশপ্রেমী থেকে শুরু করে বন দফতর সকলকেই।সেরকমই আবারও একবার জনসাধারণকে জঙ্গলে আগুন লাগানো নিয়ে সচেতন করতে উদ্যোগ নিতে দেখা গেল লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামক সংস্থা দুটিকে। তাঁদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বন দফতর।
আর‌ও পড়ুন: সপ্তাহের শেষে ঘুরে আসুন বিদ্যাসাগরের বীরসিংহে, ইতিহাসের হাত ধরে পৌঁছে যাবেন সেই সময়ে
রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিভিন্ন জায়গায় বাইক র‍্যালি করে জনসাধারণকে জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে সচেতন করা হয়। এই প্রসঙ্গে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার সংস্থার তরফে অর্ণব দাস বলেন, বাইক র‍্যালিতে প্রায় ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণ করেছিল। বাইকে করে প্রায় ১০০ কিলোমিটার এলাকা ঘুরে সচেতনতার প্রচার চালানো হয়। জঙ্গলে আগুন কম লাগার উদ্দেশ্যে এবং যাতে আগুন না লাগানো হয় সেই লক্ষ্যেই এই প্রচার অভিযান চালানো হয়েছে।
advertisement
তবে রবিবার মানুষকে সচেতন করা হলেও ওইদিন‌ই রাতে আগুন লাগানো হয় জঙ্গলে। রবিবার বাইক র‍্যালি যখন শেষ পর্যায়ে ঠিক তখনই লবণধার গ্রামের দুই কিলোমিটার আগে জঙ্গলে আগুন দেখতে পান পরিবেশপ্রেমীরা। সেখানে উপস্থিত মোট ছয় জন পরিবেশপ্রেমী মিলে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান।
advertisement
advertisement
মানুষ সচেতন হচ্ছে না বলেই বারবার জঙ্গলে আগুন লেগে বন্যপ্রাণী এবং গাছপালার মারাত্মক ক্ষতি হচ্ছে বলে পরিবেশকর্মীরা জানিয়েছেন। তাঁদের এই অভিমতের সঙ্গে সহমত বন বিভাগের আধিকারিকরাও। এই অবস্থায় পরিবেশপ্রেমীরা আগুন নেভাতে এগিয়ে না এলে হয়ত আউশগ্রামের গোটা জঙ্গলটাই পুড়ে যেত।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Forest Fire: আউশগ্রামের জঙ্গলে ভয়াবহ আগুন, অনেক বুঝিয়েও সম্বল সেই ব্যর্থতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement