Local Tourism: সপ্তাহের শেষে ঘুরে আসুন বিদ্যাসাগরের বীরসিংহে, ইতিহাসের হাত ধরে পৌঁছে যাবেন সেই সময়ে

Last Updated:

Local Tourism: বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিস, প্রতিষ্ঠিত বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, গ্রন্থাগারকে সাজিয়ে তোলা হয়েছে বীরসিংহ গ্রামে। প্রতিদিন বহু দুর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। জানতে পারেন বিদ্যাসাগরকে

+
জন্মভিটা 

জন্মভিটা 

পশ্চিম মেদিনীপুর: আজ‌ও বিদ্যাসাগরের জেলা বলে পরিচিত মেদিনীপুর। এখানকার‌ই বীরসিংহ গ্রামেই জন্মেছিলেন বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্তমান প্রজন্মের কাছে বিদ্যাসাগরের সৃষ্টি ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে নতুনভাবে। সাজিয়ে তোলা হয়েছে জন্মভিটে থেকে বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিসপত্র। তাই সপ্তাহের শেষে একবার ঘুরে আসুন পণ্ডিত বিদ্যাসাগরের জন্মভিটে থেকে। এখানকার পরিবেশ মন ভাল করে দেবে আপনার। জানতে পারবেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে নানা ইতিহাস।
বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিস, প্রতিষ্ঠিত বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, গ্রন্থাগারকে সাজিয়ে তোলা হয়েছে বীরসিংহ গ্রামে। প্রতিদিন বহু দুর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। জানতে পারেন বিদ্যাসাগরকে। দেশবাসীর জন্য তাঁর চেষ্টাকে জানতে পারবেন এখানে এলে। একাধিক মাটির ঘরের আদলে তৈরি করা হয়েছে বাড়ি। সামনে রাস্তায় বসানো নানা মাইলফলক। দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্যাসাগরের জীবনের নানা কাহিনী।
advertisement
advertisement
ছেলেবেলা থেকে সমাজের জন্য তাঁর অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ছবিতে। শুধু তাই নয়, রয়েছে পাঠাগার, একাধিক বই। রয়েছে ভগবতী দেবীর নামাঙ্কৃত তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় সহ নানা জিনিস। সরকারিভাবে সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে এখানে।
advertisement
প্রসঙ্গত নারী শিক্ষার প্রচার, শিক্ষায় অগ্রগতি এবং সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিদ্যাসাগর। লিখেছিলেন বর্ণপরিচয়ও। যা শিশুদের কাছে পড়াশোনার প্রাথমিক পর্যায়ের এক অমূল্য সম্পদ। এই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পবিত্র জন্মভিটেতে গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। রয়েছে মায়ের কোলে শিশু ঈশ্বরচন্দ্রের মূর্তিও। এছাড়াও রয়েছে কালীকান্তের পাঠশালা সহ দেখার নানা জিনিস।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Tourism: সপ্তাহের শেষে ঘুরে আসুন বিদ্যাসাগরের বীরসিংহে, ইতিহাসের হাত ধরে পৌঁছে যাবেন সেই সময়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement