North 24 Parganas News: বসিরহাটের ইটভাটার চিমনিতে বিস্ফোরক মজুত ছিল! সম্ভাবনা খতিয়ে দেখতে ফরেন্সিক দল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ইটিন্ডা ঘাট ধলতিথা কৃষ্ণা ভাটার চিমনি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন শ্রমিক ও একজন অন্য ইটভাটার মালিক
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ইটভাটার চিমনি বিস্ফোরণ কাণ্ড প্রথমে জানা গিয়েছিল, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চিমনির মধ্যে মিথেন গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। তবে চারজনের এই মৃত্যুর ঘটনায় এবার বিস্ফোরক মজুতের সম্ভাবনা উঠে এল। তাই তদন্তে এল ফরেন্সিক দল।
উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ইটিন্ডা ঘাট ধলতিথা কৃষ্ণা ভাটার চিমনি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন শ্রমিক ও একজন অন্য ইটভাটার মালিক। এই দুর্ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা। অবশেষে সেই ঘটনার তদন্তে এসে পৌঁছল রাজ্যে ফরেন্সিক দল। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুই সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে হাজির ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ হেডকোয়ার্টার গোলাম সারোয়ার ও বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংরা।
advertisement
advertisement
ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ঘটনার তদন্তে নেমে ধন্ধে পড়েছে পুলিশ। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তার সদুত্তর এখনও পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইটভাটার ভেঙে পড়া চিমনির মধ্যে বিস্ফোরক মজুত রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আরও খবর পড়তে ফলো করুন
বসিরহাটের এক চিমনি প্রস্তুতকারক বিশেষজ্ঞ জয়নাল মোল্লা বলেন, বসিরহাটের ভাটা শিল্প প্রায় শতাব্দী প্রাচীন। কিন্তু কখনওই এরকম ঘটনা ঘটেনি। গ্যাস জমে থাকার ফলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। এরমধ্যে কোনও বিস্ফোরক জাতীয় জিনিস মজুত করা ছিল এবং সেটাই আগুনের সংস্পর্শে আসা মাত্র বিস্ফোরণের আকার নেয়। জনসাধারণের মধ্যেও এই বিস্ফোরণের সম্ভাবনা তত্ত্ব ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনই কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 5:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটের ইটভাটার চিমনিতে বিস্ফোরক মজুত ছিল! সম্ভাবনা খতিয়ে দেখতে ফরেন্সিক দল