Siliguri News: সাইবার ক্রাইম থেকে বাঁচতে পড়ুয়াদের এথিক্যাল হ্যাকিং-এর প্রশিক্ষণ

Last Updated:

দেশজুড়ে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তা ঠেকাতে হলে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের সহযোগিতায় স্কুলের দশ জন পড়ুয়াকে নিয়ে সাইবার ক্লাব তৈরি করা হয়েছে

+
title=

শিলিগুড়ি: সাইবার প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে প্রশিক্ষণ পড়ুয়াদের। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে সাইবার বিশেষজ্ঞ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার এক্সপার্টদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ দেওয়া হল এদিন।
দেশজুড়ে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তা ঠেকাতে হলে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের সহযোগিতায় স্কুলের দশ জন পড়ুয়াকে নিয়ে সাইবার ক্লাব তৈরি করা হয়েছে। এখানে ছাত্রীদের অনলাইনের মাধ্যমে একটি বিশেষ কোর্স করানো হচ্ছে। যাতে তারা এই সম্পর্কে জ্ঞানার্জন করে সেগুলি আরও দশজনের মধ্যে ছড়িয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তায় এথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং, রেড টিমিং, থ্রেট হান্টিং, মেশিন লার্নিং এবং অ্যান্টি-হ্যাকিং অ্যাপ্লিকেশনের সমস্ত রকম ব্যবহার ছাত্রীদের শেখানো হচ্ছে।
advertisement
advertisement
এদিনের শিবিরে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের পাশাপাশি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুল, বরদাকান্ত বিদ্যাপীঠ, বিবেকানন্দ হাইস্কুলের প্রায় ১০০ পড়ুয়া উপস্থিত ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন অতীতে সাইবার প্রতারণার ফাঁদেও পড়েছিল। সানন্দা দত্ত, দেবাংশু রায়দের মতো পড়ুয়ারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কী করে সাইবার প্রতারণার ছক কষা হয় তা এদিন নাটকের মাধ্যমে উপস্থাপন করে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের সাত পড়ুয়া- শ্রেয়া পোদ্দার, সোহানা পারভিন, অনামিকা রায়, মাম্পি বর্মন, অতসী সাহা, সুপর্ণা বসাক ও পায়েল মণ্ডল। সেই সাইবার প্রতারণার ফাঁদ থেকে কীভাবে বাঁচা সম্ভব তাও বিস্তারিত জানান সাইবার বিশেষজ্ঞরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচীর কথায়, ‘আমাদের স্কুলের প্রায় চারজন সাইবার প্রতারণার ফাঁদে পড়ে গিয়েছিল। তারা আমাদের বিষয়টি জানিয়েছিল। পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। ঘটনার গুরুত্ব বিচার করে সচেতনতামূলক শিবির করি। শিবির থেকে পড়ুয়ারা যা শিখবে তারা ব্যক্তিগত জীবনে প্রয়োগের পাশাপাশি অন্যদের সচেতন করতে পারবে। এদিনের সাইবার সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সাইবার বিশেষজ্ঞ সন্দীপন সেনগুপ্ত, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী, শিলিগুড়ি সাইবার ক্রাইমের আইসি সুরজ ছেত্রি সহ অন্যান্য বিশেষজ্ঞরা।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: সাইবার ক্রাইম থেকে বাঁচতে পড়ুয়াদের এথিক্যাল হ্যাকিং-এর প্রশিক্ষণ
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement