Murshidabad News: তিন পৃথক দুর্ঘটনায় মুর্শিদাবাদে দু'জনের মৃত্যু, আহত ৯

Last Updated:

রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন

মুর্শিদাবাদ: কুয়াশার কারণে মুর্শিদাবাদের তিন জায়গায় পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত আরও ৯ জন। ঘটনাগুলো ঘটেছে রঘুনাথগঞ্জ, সালার ও ভগবানগোলা থানা এলাকায়।
রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নবান্ন উৎসব সেরে রঘুনাথগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিল তিন যুবক। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বুঝতে না পেরে মথুরাপুর এলাকায় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে ওই যুবকদের বাইকে। বাইক থেকে দুই যুবক ছিটকে পড়ে যায় পাশের নয়ানজুলিতে। এর মধ্যে যে বাইক চালাচ্ছিল তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনায় আহত বাকি দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে সালারে অপর একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ধাবা ব্যবসায়ীর। স্কুটারের সঙ্গে লরির ধাক্কায় ওই ব্যবসায়ী মারা যান। বছর পঞ্চাশের রতন ভট্টাচার্য দত্তবরুটিয়া মোড়ে ধাবা বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুত গতিতে একটি লরি এসে রতন ভট্টাচার্যের স্কুটারে ধাক্কা মারে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে পুলিশ সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে ভগবানগোলায় রাজ্যে সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হল সাতজন। ঘটনাটি ঘটেছে ভগবানগোলার লিয়াকতনগর এলাকায়। পিক অ্যাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও বাইককে ধাক্কা মারলে একসঙ্গে এতজন আহত হন। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাঁদের চিকিৎসা চলছে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: তিন পৃথক দুর্ঘটনায় মুর্শিদাবাদে দু'জনের মৃত্যু, আহত ৯
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement