Para Yoga Championship: ওরাও পারে! জেলায় প্রথম প্যারা যোগা প্রতিযোগিতার আয়োজন, নজর কাড়ল বিশেষভাবে সক্ষম প্রতিযোগিরা, রইল ভিডিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas Para Yoga Championship: জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর ২৪ পরগনায় প্রথমবারের মতো প্যারা যোগা প্রতিযোগিতার আয়োজন করা হল অশোকনগরে। মোট ৭০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অশোকনগর, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর ২৪ পরগনায় প্রথমবারের মতো প্যারা যোগা প্রতিযোগিতার আয়োজন করা হল অশোকনগরে। এদিন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলে অনুষ্ঠিত এই জেলা-স্তরের প্রতিযোগিতায় সহযোগিতা করে মায়া যোগাসন সেন্টার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগীদের অনেকেই কথা বলার সমস্যা বা শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যোগাসনের বিভিন্ন আসনের মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। পদ্মাসন, ধনুরাসন, বৃক্ষাসন-সহ নানা আসনে অংশগ্রহণকারীদের পারদর্শিতা দেখে অভিভাবক থেকে সাধারণ দর্শক সকলেই অভিভূত হয়ে পড়েন। সকলের হাতেই তুলে দেওয়া হয় পুরস্কার।
আরও পড়ুনঃ যে রাঁধে সে চুলও বাঁধে! সন্তান-সংসার সামলে নিজ উদ্যোগে স্বাবলম্বী, বাড়ি বসেই মোটা আয়ের দিশা দেখাচ্ছেন আসানসোলের গৃহবধূ
যোগা শিক্ষিকা সম্পা দে জানান, যোগব্যায়ামের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভেজালের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়! চিনি মেশানো সস্তার গুড়ে বাজার ছেয়ে গিয়েছে, বিপাকে শিউলিরা
জেলা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের প্রচেষ্টাকে যথাযোগ্য সম্মান জানাতেই এই প্রতিযোগিতার আয়োজন। সংগঠনের অন্যতম সদস্য সুব্রত চক্রবর্তী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই প্যারা যোগা প্রতিযোগিতা আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে এবং জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য ও জাতীয় স্তরেও পৌঁছবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিশেষভাবে সক্ষম প্রতিযোগীরাও। সন্তানের সাফল্য ও উন্নতি দেখে খুশি অভিভাবকরাও জানান, যোগব্যায়ামের মাধ্যমে তাদের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 01, 2025 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Para Yoga Championship: ওরাও পারে! জেলায় প্রথম প্যারা যোগা প্রতিযোগিতার আয়োজন, নজর কাড়ল বিশেষভাবে সক্ষম প্রতিযোগিরা, রইল ভিডিও
