Dol Utsav 2024: ২০০ বছর ধরে সাত সতীন একসঙ্গে দোল খেলে জয়নগরে!

Last Updated:

সাত সততীনের ঝগড়া মেটাতেই শুরু হয়েছিল এই উৎসব। প্রায় ২০০ বছরের পুরানো এই দোল উৎসব আজও সেই ঐতিহ্যমেনে পালিত হয়।

+
দক্ষিণ

দক্ষিণ বারাসাতে  সাত সতীনের দোল

দক্ষিণ ২৪ পরগনার :  সাত সতীনের ঝগড়া মেটাতেই শুরু হয়েছিল এই উৎসব প্রায় ২০০ বছরের পুরানো এই দোল উৎসবের রেওয়াজ। আজও সেই ঐতিহ্য মেনে পালিত হয় দোল। দক্ষিণ বারাসাতে আজও পরম্পরা মেনে চলে আসছে সাত সতীনের দোল খেলা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, শীতকালের অতি প্রিয় মোয়ার নামেই বিখ্যাত এই জায়গা। তবে এই জায়গায় রয়েছে এক বিখ্যাত দোল পূর্ণিমা উদযাপনের রীতি। আজ থেকে প্রায় দুশো বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছিল এই দোল উৎসবের রেওয়াজ। আজও সেই ঐতিহ্য নেই এখানে পালিত হয় সাত সতীনের দোল।
সময়টা ১৮২০ সাল। জয়নগরে তখন বিখ্যাত সাত জমিদারি পরিবারের বাস। ব্যবসা, জমি জমা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি অশান্তি লেগেই থাকতো এদের মধ্যে। এরকম সময় এই সাত পরিবারের জমিদারেরা ঠিক করেন মিলন উৎসব করার। সমস্ত বিবাদ ভুলে দোল উপলক্ষ্যে তারা মিলনের রঙে মেতে ওঠেন। এর আগে অবশ্য এই সাত জমিদারির মধ্যে যা কিছু নিয়েই চলত অশান্তি। ক্ষমতার লড়াই, দেখনদারির লড়াই। ব্রিটিশ আমলে এই জমিদারদের মধ্যে ঝগড়া গড়িয়েছিল আদালত পর্যন্ত। যদিও বিচারক নির্দেশ দেন, ঝগড়া নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। সেখান থেকেই শুরু এই মিলনের দোল উৎসবের।
advertisement
advertisement
ঠিক যেমন সতীনে-সতীনে ঝগড়া লেগে থাকে, তেমনই এই জমিদারদের মধ্যেও ঝগড়া লেগে থাকত সেই থেকে এই দোল উৎসবের নামকরণ করা হয় ‘সাত সতীনের দোল’ নামে। এই সাতটি দোল-মঞ্চ ছিল মোদক পরিবার, আচার্য পরিবার, মুহুরী পরিবার, বন্দ্যোপাধ্যায় পরিবার, চক্রবর্তী পরিবার, চৌধুরী পরিবার, ও বোস পরিবার-এর। যদিও বর্তমানে সেই সাত পরিবার থেকে কোন পাঁচ পরিবারে এসে ঠেকেছে এই উৎসবের রেওয়াজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রতিবছর দোলের আগের রাতে চাঁচর উৎসবের মাধ্যমেই শুরু হয় দোল।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol Utsav 2024: ২০০ বছর ধরে সাত সতীন একসঙ্গে দোল খেলে জয়নগরে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement