Holi 2024: ম্যানগ্রোভের সঙ্গে রঙের উৎসব, হোলির আনন্দে মাতল সুন্দরবনবাসী
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Holi 2024: ম্যানগ্ৰোভের সঙ্গে রঙের উৎসবে মাতল সুন্দরবনবাসী। ম্যানগ্ৰোভ গাছের সঙ্গে রং মাখামাখি করে দোল উৎসব পালন করল সুন্দরবনবাসী।
দক্ষিণ ২৪ পরগনা: ম্যানগ্ৰোভের সঙ্গে রঙের উৎসবে মাতল সুন্দরবনবাসী। ম্যানগ্ৰোভ গাছের সঙ্গে রং মাখামাখি করে দোল উৎসব পালন করল সুন্দরবনবাসী। স্কুলের বিভিন্ন বয়সের পড়ুয়া এবং ম্যানগ্ৰোভের কাজে যুক্ত পরিবারের সদস্যরা মহা ধুমধাম করে দিনটি পালন করেছে এই অভিনব রঙের উৎসব পালিত হয় সুন্দরবনের বাসন্তী থানার হরেকৃষ্ণপুর গ্ৰামে।
মানুষের সঙ্গে মানুষের নয়, মানুষের সঙ্গে ম্যানগ্ৰোভের রং-মিলান্তি উৎসব হবে সেই কথা আগেই মুখে মুখেই রটিয়ে দিয়েছিলেন পরিবেশ চিন্তাবিদ ও সমাজকর্মী রাজনারায়ণ মন্ডল। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষজন, গৃহবধূ, যুবতী, কিশোরি এবং কচিকাঁচারা রং বেরঙের থালা হাতে জড়ো হয় বিদ্যা নদীর পাড়ে।
advertisement
advertisement
রাজনারায়ণ বাবুর উদ্যোগে ছাত্রছাত্রীরা ভরা কোটালের জোয়ারের জলে নেমে বিভিন্ন ম্যানগ্ৰোভকে নানান রঙের রাঙিয়ে তোলে। গাছের সঙ্গে কোলাকুলিও করে তারা দুষ্টুমিষ্টি মুচকি হাসিতে গাছকে যে কোনও উপায়ে রক্ষা করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। ঘটনাটি দেখতে আশপাশের গ্ৰামের অসংখ্য মানুষজন হাজির হয়েছিলেন বিদ্যানদীর পাড়ে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2024 2:14 PM IST









