Folk Rituals: ফাল্গুন মাসে জাগ্রত এক প্রাচীন দেবীর পুজোয় মেতে ওঠেন শান্তিপুরবাসী

Last Updated:

Folk Rituals: স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে

+
চলছে

চলছে বাগদেবী মায়ের পুজো

মৈনাক দেবনাথ, শান্তিপুর: সুদীর্ঘ একমাস ধরে চলে, নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসে সংকীর্তন ও মহোৎসব এর মধ্য দিয়ে সূচনা হয় পুজোর । এ বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের যে শনি ও মঙ্গল বার পড়বে সেদিন থেকেই শুরু হয় একমাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পুজো-অর্চনা। শেষ হয় ফাল্গুনের শেষ মঙ্গলবার ।
এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পুজো অর্চনাকে কেন্দ্র করে এক মাস ধরেই চলে মেলা। নদিয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত থাকেন বিগত এই এক মাস যাবত।
advertisement
আরও পড়ুন : কংসাবতীর জল আর লাল পলাশের মাঝে শৈশবের সহজপাঠের হাতছানি! দোলে আসুন মুসাফিরানায়
অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলা-সহ মায়ের পুজো অর্চনা। অন্যদিকে মেলার পশরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটখাট ব্যবসায়ীও এই ক’দিন ব্যস্ত থাকেন। এর পর আবারও নতুন কোনও মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তাঁরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Rituals: ফাল্গুন মাসে জাগ্রত এক প্রাচীন দেবীর পুজোয় মেতে ওঠেন শান্তিপুরবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement