South 24 Parganas News: মাঘ মাসে বাংলার একাদিক জেলায় পূজিত হন অভিনব এই লৌকিক দেবতা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: লোকবিশ্বাস, এই বিগ্রহ হল দক্ষিণরায়ের কাটা মুণ্ড। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে পূজিত এক লৌকিক দেবতা।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : গ্রামবাংলার এই লৌকিক দেবতার কোনও পূর্ণ প্রতিমা হয় না। কেবল মাত্র মুকুটযুক্ত মুণ্ডমূর্তি রূপে বছরে একদিন পূজিত হন এই দেবতা। মুকুটের উপরে বনের ফুল-লতা-পাতা আঁকা থাকে। মুকুটের ঠিক নীচে চোখ, মুখ, কান ইত্যাদি খোদিত ও আঁকা হয়। মাঘ মাসের দিনে তাঁর পুজোর রীতি আছে। এই লৌকিক দেবতার পুজো মূলত চব্বিশ পরগণা-সহ বেশ কিছু এলাকায় বাংলার কয়েকটি জেলায় প্রচলন আছে। সুন্দরবন অঞ্চলে তাঁর পুজো বেশি হয়। সমাজের সব স্তরের মানুষ তাঁর পূজা করেন। এই দেবতার জন্য বাংলার লোকশিল্পের আদি ধারা আজও টিঁকে আছে।
আরও পড়ুন : সংগ্রামের পীঠস্থানে মন্দির নগরী, জানুন কংসাবতীর তীরে টেরাকোটার প্রাচীন মন্দিরের অন্দরকথা
লোকবিশ্বাস, এই বিগ্রহ হল দক্ষিণরায়ের কাটা মুণ্ড। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে পূজিত এক লৌকিক দেবতা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলার গ্রামাঞ্চলে এই দেবতার পুজো প্রচলিত; তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই ঠাকুরের পূজার প্রচলন অত্যধিক। আর লোকমুখে তাঁর পুজো থেকেই এলাকার নাম দক্ষিণ বারশত নামেই অভিহিত করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 6:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাঘ মাসে বাংলার একাদিক জেলায় পূজিত হন অভিনব এই লৌকিক দেবতা