West Medinipur Travel: সংগ্রামের পীঠস্থানে মন্দির নগরী, জানুন কংসাবতীর তীরে টেরাকোটার প্রাচীন মন্দিরের অন্দরকথা

Last Updated:

West Medinipur Travel: ইতিহাস ঘেঁটে জানা যায়, বহু বছর আগে এখানে শাসন কার্য চালিয়েছে, মজুমদার এবং বন্দ্যোপাধ্যায় পরিবার। তাদের পৃষ্ঠপোষকতা এবং সৌজন্যে গড়ে উঠে এতগুলো মন্দির। তবে এর আগে আরও কতগুলো মন্দির ছিল তা অজানা। 

+
মন্দিরময়

মন্দিরময় পাথরা

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: একদিকে যেমন সংগ্রামের পীঠস্থান মেদিনীপুর তেমনই ইতিহাসে ভরপুর এই জেলা। প্রাচীন সময় থেকে বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন এই জেলার নাম উজ্জ্বল করেছে। দেশের কাছে পৌঁছে দিয়েছে জেলার পরিচয়। মন্দির নগরীর নাম শুনলে প্রথমেই মনে আসে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা বর্ধমান জেলা। তবে এই দুটো জেলাই শুধু নয়, এই জেলার বাইরে পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম বিখ্যাত মন্দিরনগরী হিসেবে। যেখানে একটি নদীর পাড়ে সারি দিয়ে থাকা বিভিন্ন দেবদেবীর মন্দির।
শুধু মন্দিরই নয়, মন্দিরের ধরন, গঠনশৈলী অবাক করেছে ইতিহাসবিদদের। তবে এই মন্দিরের নেপথ্যে রয়েছে ইতিহাস। যা সুদীর্ঘ কাল ধরেই জেলাকে পৌঁছে দিয়েছে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে এক নতুন ঠিকানায়। পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রামে রয়েছে একাধিক মন্দির। শুধু মন্দির হিসেবে যে বিখ্যাত তা নয়, নদীর পাড়ে সুপ্রাচীন মন্দির এবং তার গঠনশৈলী ও ইতিহাস গোটা দেশের কাছে অনন্য নিদর্শন। নদীর পাড়ে এক টুকরো স্বপ্ননগরী জেলার এই গ্রাম। একাধিক শিল্পরীতি এবং গঠনরীতির এই মন্দিরগুলো। বিভিন্ন মন্দিরে টেরাকোটার আদল থেকে বিভিন্ন ধরনের শিল্পকলা ফুটে উঠেছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে সামান্য কিছুটা দূরেই অবস্থিত মন্দিরময় পাথরা গ্রাম।
advertisement
ছোট্ট এই গ্রামে দেউল, রত্ন, দালান প্রায় সমস্ত রীতিরই মন্দির দেখা যায়। গ্রামে প্রবেশ করলে আপনি লক্ষ করতে পারবেন একাধিক মন্দির, সংখ্যাটা প্রায় তিরিশেরও অধিক। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। তার পাশেই এক কালে গড়ে উঠেছে এত সংখ্যক মন্দির। কোনও মন্দির টেরাকোটা শিল্পরীতিতে নির্মিত, কোনওটি পঞ্চরত্ন মন্দির, আবার কোনওটি দেউল রীতির আদলে নির্মিত। স্বাভাবিকভাবে বিভিন্ন শিল্পরীতি ফুটে উঠেছে একাধিক মন্দিরে। চলাচলের রাস্তার দুপাশেই চোখে পড়বে এত সংখ্যক মন্দির।
advertisement
advertisement
আরও পড়ুন : এ বছর মহা শিবরাত্রি কবে? এই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপাচারে পুজো করুন! মহাদেবের আশীর্বাদে টাকা, সুখ, সমৃদ্ধি উপচে পড়বে
ইতিহাস ঘেঁটে জানা যায়, বহু বছর আগে এখানে জমিদারি চালিয়েছে মজুমদার এবং বন্দ্যোপাধ্যায় পরিবার। তাঁদের পৃষ্ঠপোষকতা এবং সৌজন্যে গড়ে ওঠে এতগুলো মন্দির। তবে এর আগে আরও কতগুলো মন্দির ছিল তা অজানা। মনে করা হয় পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদীর প্রবাহ এবং দিক পরিবর্তনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে একাধিক মন্দির। তবে এখনও প্রায় ৩৪ টি মন্দির অক্ষত অবস্থায় রয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur Travel: সংগ্রামের পীঠস্থানে মন্দির নগরী, জানুন কংসাবতীর তীরে টেরাকোটার প্রাচীন মন্দিরের অন্দরকথা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement