Flood Situation: নদী নাকি রাস্তা! চেনাই দায়, গোঘাটে বন্ধ যান চলাচল, একা বৃষ্টির দোষ নয়, স্থানীয়দের অভিযোগের তীর কোন দিকে?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Flood Situation: রাজ্য সড়ক না খরস্রোতা নদী দেখলে বোঝা যাবে না। একটানা বৃষ্টিতে এমনই অবস্থা গোঘাটের সাতবেড়িয়া এলাকায়। টানা বৃষ্টিতে জল মগ্ন রাজ্য সড়ক। যার জেরে বন্ধ করে দেওয়া হল যানচলাচল।
হুগলি: রাজ্য সড়ক না খরস্রোতা নদী দেখলে বোঝা যাবে না। একটানা বৃষ্টিতে এমনই অবস্থা গোঘাটের সাতবেড়িয়া এলাকায়। টানা বৃষ্টিতে জল মগ্ন রাজ্য সড়ক। যার জেরে বন্ধ করে দেওয়া হল যানচলাচল। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেটিং করে বন্ধ করে দেওয়া হয় রাজ্য সড়কের যান চলাচল। যার ফলে সমস্যায় তিন জেলার মানুষ।
আরামবাগের উপর দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর, কংসাবতী। আর লাগাতার বৃষ্টিতে ফুঁসছে সেই সব নদীর জল স্তর। সেখানেই গোঘাটের কাছে কংসাবতীর শাখা নদী আমদরের জল উপচে গিয়েছে গোঘাটের সাতবেড়িয়া এলাকার রাজ্য সড়কের উপর। যার জেরে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তার মধ্যেও বিপদসঙ্কুল পারাপার করছে সাধারণ মানুষ।
advertisement
advertisement
হুগলির গোঘাট থেকে বদনগঞ্জগামী রুটের কামারপুকুর সাতবেড়িয়ে এলাকায় রাজ্য সড়কের এমনই অবস্থা। সাতবেড়িয়ে এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে স্রোত বইছে জলের। স্থানীয়দের অভিযোগ, ঠিক মতো খাল সংস্কার না করা ও অন্যদিকে এই জায়গায় রাজ্য সড়ক অনেক নীচু হওয়ার জন্য এই সমস্যা প্রায় প্রতি বছরই ভুগতে হয় সাধারণ মানুষকে।
advertisement
এবারেও একই সমস্যা, একদিকে টানা দু’দিন বৃষ্টি ও অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে জল বিভিন্ন খাল হয়ে এই এলাকায় জমা হয়ে উপচে যায়। আর জেরেই জল বইতে শুরু করে রাজ্য সড়কের উপর দিয়ে। বৃহস্পতিবার রাত থেকেই জল উঠে যায় রাজ্য সড়কের উপর। শনিবার থেকে বন্ধ যান চলাচল। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সকাল থেকে ভীড় এলাকায়।
advertisement
যদিও চরম সমস্যায় সাধারণ মানুষ। এই রাজ্য সড়কের উপর দিয়ে খুব সহজেই আরামবাগের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার একটা অংশ যোগাযোগ করা যায়। কিন্তু এদিন জল উঠে যাওয়ার জেরে এই সমস্ত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকেই গন্তব্যে বেড়িয়েও পৌঁছাতেই পারলো না।আবার অনেকে ঘুর পথে পৌঁছাচ্ছে গন্তব্যে। তবে সকাল থেকেই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উপস্থিত রয়েছেন এলাকায়।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: নদী নাকি রাস্তা! চেনাই দায়, গোঘাটে বন্ধ যান চলাচল, একা বৃষ্টির দোষ নয়, স্থানীয়দের অভিযোগের তীর কোন দিকে?







