Satadru Dutta Arrest: সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরে কে উস্কানি দিল? বড় পদক্ষেপের পথে পুলিশ! খুঁজে দেখা হচ্ছে 'আসল' সূত্র

Last Updated:

Satadru Dutta Arrest: বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ সংগ্রহ করবে।

কী অবস্থা স্টেডিয়ামের!
কী অবস্থা স্টেডিয়ামের!
কলকাতা: মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে আজকে বিধাননগর আদালতে তোলা হবে। অন্যদিকে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে যেখানে ভাঙচুর হয়েছে বা গন্ডগোল বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে।
বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ সংগ্রহ করবে। ইতিমধ্যেই এই ফুটেজ সংগ্রহ করার জন্য যুবভারতী কর্তৃপক্ষেরঙ্গে কথা বলেছে পুলিশ এবং এ বিষয়ে অফিশিয়াল ইমেইল করা হচ্ছে।
advertisement
advertisement
কারা কারা উস্কানি দিয়েছিল? ভাঙচুর করেছিল সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করার পরেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে খবরকলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় শনিবার। মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা যুবভারতী।
advertisement
আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত রিষড়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শতদ্রু দত্তের বাড়ি রিষড়ার বাঙুর পার্ক এলাকায়। জানা গিয়েছে, শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন। এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ।
advertisement
বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ারদের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্র হিমাচল পারি দিতে পারে তার ভক্তরা, সেই সব খেলোয়ারকে টার্গেট করে আনতে শুরু করলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satadru Dutta Arrest: সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরে কে উস্কানি দিল? বড় পদক্ষেপের পথে পুলিশ! খুঁজে দেখা হচ্ছে 'আসল' সূত্র
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement