Lionel Messi in Kolkata: ‘সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পায় যত তাড়াতাড়ি সম্ভব’, আশ্বাস ডিজির! মেসি সফরের বিশৃঙ্খলায় বিধ্বস্ত যুবভারতী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
Lionel Messi in Kolkata: রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন সমর্থকরা যাতে টিকিটের টাকা ফেরত পায় তার চেষ্টা করা হবে৷
কলকাতা: মেসির অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খলা যুবভারতীতে৷ মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে যায় জনজোয়ার৷ রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন সমর্থকরা যাতে টিকিটের টাকা ফেরত পায় তার চেষ্টা করা হবে৷
শনিবার তিনি জানালেন, ‘‘আমদের এখন বুঝতে হবে কোথায় কী হয়েছে। সব কিছু খুঁটিয়ে দেখা হবে। এখন মাঠে রাস্তায় কোথাও জমায়েত নেই। কেউ আহত হয়নি। সবাই সুস্থ ভাবে বাড়ি পৌঁছে গিয়েছে৷ আমরা আজকের ঘটনা নিয়ে তদন্ত শুরু করব৷’’
মেসির অনুষ্ঠানের ইভেন্ট অর্গানারাইজার শতদ্রু দত্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ৷ সমর্থকদের টাকা ফেরতের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘শতদ্রু দত্তের নামে সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেব৷’’
advertisement
advertisement
প্রসঙ্গত, শতদ্রু গ্রেফতার হওয়ায় মেসির অন্যান্য শহরের সফর প্রশ্নের মুখে। কারণ পুরো সফরের মূল উদ্যোক্তাই তিনি ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, শচীনের সঙ্গে দেখা করানোর কথা ছিল। এমনকি আদানির সঙ্গে ব্যক্তিগত মিট করারও কথা ছিল বলে খবর। হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2025 4:07 PM IST







