Durgapur News: হোম ডেলিভারির রান্না চলছিল বাড়িতে, হঠাৎ বিকট শব্দে ফাটল গ্যাস সিলিন্ডার! আহত ৫

Last Updated:

দুর্গাপুর কোকওভেন থানা এলাকার যে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেছে ওই বাড়ির কর্তার ক্যাটারিংয়ের ব্যবসা আছে। তিনি বাড়িতেই রান্নাবান্না করে ফুড ডেলিভারি করতেন। মঙ্গলবারও একটি অনুষ্ঠানের রান্নার কাজ চলছিল বাড়িতে। ঠিক সেই সময়ই বিকট শব্দে ফেটে যায় একটি গ্যাস সিলিন্ডার

+
title=

পশ্চিম বর্ধমান: বাড়িতেই রান্না করে আশেপাশের এলাকার বাড়িগুলিতে খাবার ডেলিভারি করা হত। এভাবেই চলছিল হোমমেড ফুড ডেলিভারির ব্যবসা। মঙ্গলবারও একটি অনুষ্ঠানের জন্য রান্নাবান্না চলছিল বাড়িতে। হঠাৎ করেই বিকট আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয় রান্নার কাজের সঙ্গে যুক্ত পাঁচজন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকওভেন থানা এলাকার সুকুমার নগরে।
জানা গিয়েছে, দুর্গাপুর কোকওভেন থানা এলাকার যে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেছে ওই বাড়ির কর্তার ক্যাটারিংয়ের ব্যবসা আছে। তিনি বাড়িতেই রান্নাবান্না করে ফুড ডেলিভারি করতেন। মঙ্গলবারও একটি অনুষ্ঠানের রান্নার কাজ চলছিল বাড়িতে। ঠিক সেই সময়ই বিকট শব্দে ফেটে যায় একটি গ্যাস সিলিন্ডার। কেঁপে ওঠে গোটা এলাকা। তছনছ হয়ে যায় গোটা বাড়ি।
advertisement
advertisement
এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রাই দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যান দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়। তবে আহতদের শারীরিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই বাড়িতে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। যদিও এতগুলি গ্যাস সিলিন্ডার কীভাবে এল সে বিষয়ে কেউই উত্তর দিতে পারেননি। মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur News: হোম ডেলিভারির রান্না চলছিল বাড়িতে, হঠাৎ বিকট শব্দে ফাটল গ্যাস সিলিন্ডার! আহত ৫
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement