Howrah News: জলে ভাসছে এসব কী! কাছে যেতেই ভয়ঙ্কর দৃশ্য! রূপনারায়ণ নদীতে কীভাবে ঘটল এত বড় ঘটনা! কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

Howrah News: হাওড়ায় রূপনারায়ণ নদীতে ভয়ঙ্কর দৃশ্য, জলে ভাসছে একের পর এক মরা মাছ। এসব দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবেশকর্মীরা 

+
মরা

মরা মাছ

হাওড়া: ফাতনার মত নদীতে ভেসে উঠেছে মাছ! নদীর বুকে এমন দৃশ্য সাধারণত বিরল। তবে কয়েক বছরে হাওড়া জেলায় এমন ঘটনা একাধিকবার সামনে এসেছে। এবার হাওড়া জেলার মানকুর, বাকসী ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে প্রচুর মরা মাছ ভেসে ওঠে। এমন দৃশ্য চোখে পড়ে পরিবেশ কর্মী রাজু কোটালের। নদীর বুকে থিক থিক করছে মরা মাছ। চেঙ, চিংড়ি, পোনা সহ বিভিন্ন ধরনের মাছ। কয়েকদিন আগেই কোন কারণে মাছগুলি মারা গেছে, পচে ফুলে ভেসে উঠেছে। এমন অস্বাভাবিক ঘটনা দেখে, খবর দেন পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে।
এমন ছবি হাওড়ার রূপনারায়ন নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। মরা মাছ রূপনারায়ণ নদীতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। চিত্রক, সুমন্ত ও রাজু নদীর তীরে ঘুরে দেখেন। জানা যায়, চেঙ মাছ সবচেয়ে বেশি সংখ্যায় মারা গেছে। নদীতে এমন ঘটনা ভয়ংকর, কি কারণে এমন অস্বাভাবিক ঘটনা উদ্বিগ্ন পরিবেশকর্মীরা। নদী থেকে কয়েকটি মাছের দেহ নমুনা হিসাবে সংগ্রহ করেন। স্থানীয় মানুষ এই বিষয়ে বাগনান ১ নং ব্লকের মৎস্য অধিকর্তাকে জানান হলেও গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ।
advertisement
advertisement
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক বলেন, রূপনারায়ণ নদী জীববৈচিত্র্য ভরপুর। গাঙ্গেয় শুশুক থেকে শুরু করে, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ রূপনারায়ণ নদীতে থাকে। হঠাৎ করে মাছ মারা যাওয়া ভীষণ চিন্তার। কলকারখানার দূষিত জল বা কোন বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া অনেক সময় কিছু অসাধু মানুষ নদীতে বিষ মিশিয়ে মাছ ধরার মত ঘটনাও ঘটিয়ে থাকে। তবে এক্ষেত্রে ঠিক কি হয়েছে জানা প্রয়োজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিত্রক আরও জানান, মৎস্য দফতরের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। আগামী দিনে ভয়ঙ্কর, রূপনারায়ণ নদীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এভাবে মাছ মারা গেলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সমস্যা তৈরি হবে। এছাড়া গাঙ্গেয় শুশুক সহ বিভিন্ন পশুপাখি এই মরা মাছ খেয়ে মারা পড়বে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: জলে ভাসছে এসব কী! কাছে যেতেই ভয়ঙ্কর দৃশ্য! রূপনারায়ণ নদীতে কীভাবে ঘটল এত বড় ঘটনা! কারণ নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement