Purba Medinipur News: 'আর উপায় নেই, স্বেচ্ছামৃত্যু মঞ্জুর করুন', জেলা শাসকের কাছে এল একগুচ্ছ প্রস্তাব!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Purba Medinipur News: ইয়াস থেকে আম্ফান, একের পর এক ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় নয়াচরে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
#হলদিয়া: মাছ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন! ঋণের ভারে জর্জরিত হলদিয়ার (Purba Medinipur News) দ্বীপগ্রাম নয়াচরের মৎস্যচাষীরা এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে।
ইয়াস থেকে আম্ফান, একের পর এক ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় নয়াচরে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। রীতিমতো ধরাশায়ী অবস্থা নয়াচরের মাছ চাষীদের। বিভিন্ন ভাবে দেনাগ্রস্থ হয়েছেন তাঁরা। 'মহাজন'- দের থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি তাঁরা। একদিকে ঋণের বোঝা, সঙ্গে যন্ত্রচালিত মেশিন নামিয়ে মাছ চাষের ভেড়ি খনন করতে গেলে পুলিশি বাধায় নাকাল হতে হচ্ছে নয়াচরের মৎস্যজীবীদের।
advertisement
advertisement
চাপে পড়ে মাছ চাষ প্রায় বন্ধ হওয়ার জোগাড়। দিশেহারা অবস্থা মাছ চাষীদের। বন্ধ রুজি রোজগার। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সকলে। কারণ নয়াচরে মাছ চাষ ছাড়া আয়ের অন্য কোন রাস্তাই নেই। উপায় না দেখে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করে জেলা শাসকের কাছে দরবার করলেন দ্বীপগ্রামের মাছ চাষীরা। আজ, শুক্রবার তাঁরা লিখিতভাবেই জেলাশাসককে জানান, হয় তাদের মাছ চাষের জন্য সহযোগিতা করুক প্রশাসন, নয়ত তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক প্রশাসন।
advertisement
গোটা ঘটনায় এলাকাজুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকার যেখানে নয়াচরে শিল্পের বিকাশ ঘটাতে চাইছে, নয়াচরে ইকোটুরিজম, মৎস্যহাব সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের চিন্তাভাবনা করছে, রাজ্য আধিকারিকরা নয়াচরে গিয়ে জায়গা পরিদর্শন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। তারই মাঝে এই ধরনের ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: 'আর উপায় নেই, স্বেচ্ছামৃত্যু মঞ্জুর করুন', জেলা শাসকের কাছে এল একগুচ্ছ প্রস্তাব!