West Bengal News: দিনের বেলাতেই ভয়ে কাঁপছে ঝাড়গ্রাম, রাতে কী হবে? আশঙ্কা বাড়ছে ক্রমশ

Last Updated:

West Bengal News: যেভাবে শুক্রবার হাতির দল ওই এলাকায় সাতসকালে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে ঘরবাড়ির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

ঝাড়গ্রামে আতঙ্ক
ঝাড়গ্রামে আতঙ্ক
#ঝাড়গ্রাম: নয়াগ্রামের তপবন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৫০টি দাঁতাল হাতি (West Bengal News)। আতঙ্কিত এলাকার বাসিন্দারা, ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তপবন এলাকায় শুক্রবার সকালে ঢুকে পড়ে দলমা থেকে আসা প্রায় ৫০ টি দাঁতাল হাতি। যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যেভাবে শুক্রবার হাতির দল ওই এলাকায় সাতসকালে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে ঘরবাড়ির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত হাতির হামলার আশঙ্কায় দিশাহারা অবস্থার মধ্যে রয়েছেন। দিনের বেলা যেভাবে হাতির দল এলাকায় ঢুকে যে ভাবে তান্ডব শুরু করেছে, রাতের বেলা কীভাবে তাণ্ডব করবে সেই আশঙ্কাই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তপবন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানায়।
advertisement
advertisement
শুক্রবার সকালে প্রায় ৫০ টি হাতির দল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তপবন এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা তপবন এলাকায় গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দিনের বেলাতেই ভয়ে কাঁপছে ঝাড়গ্রাম, রাতে কী হবে? আশঙ্কা বাড়ছে ক্রমশ
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement