South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মুখের থেকে ফিরেছেন! ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন মৎস্যজীবী
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন এক মৎস্যজীবী। প্রাণ ফিরে পেলেন চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায়।
দক্ষিণ ২৪ পরগনা: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন এক মৎস্যজীবী চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের ওই বাসিন্দা। দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি ৷ খুশি পরিবার ও প্রতিবেশীরা ৷ সুন্দরবনের ছোট মোল্লাখালি অঞ্চলের বাসিন্দা জগদীশ মন্ডল ৷ আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন ৷ সম্প্রতি বাড়ি ফিরে এসে এলাকার আরও কিছু মৎস্যজীবিদের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য ৷
জগদীশ মন্ডল ও এলাকার আরও দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ আচমকা তার উপর বাঘ আক্রমণ করে ৷ ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি ৷ কোনরকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ৷ দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি ৷
advertisement
advertisement
চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ ৷ইতিপূর্বে বাঘের হামলার যেসব ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে সেই সব মৎস্যজীবীর। তাই জগদীশবাবুর ঘটনা ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মৎস্যজীবী প্রতিজ্ঞা করেছেন, আর কখনও প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরতে যাবেন না।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 8:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মুখের থেকে ফিরেছেন! ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন মৎস্যজীবী