Holi 2024 Tour: পকেটে ৫০ টাকা থাকলেই হবে, জঙ্গলে হাইকিং-নৌকা ভ্রমণ কী নেই! দোলে একদিন ঘুরে আসুন

Last Updated:

Holi 2024 Tour: হালকা গরম বা ঠান্ডা এই আবহাওয়াতে আপনি কলকাতা থেকে খুব কাছে সুন্দরবনের কেল্লার পিয়ালী দ্বীপে ঘুরে আসতে পারেন। ৫০ টাকারও কম খরচ হবে।

+
পিয়ালী

পিয়ালী দ্বীপ

লক্ষীকান্তপুর: বসন্তের এই মনোরম আবহাওয়াতে দোল‌যাত্রার ছুটিতে দারুন ডে-আউট কলকাতা থেকে খুব কাছে সুন্দরবনের কেল্লার পিয়ালী দ্বীপে। ৫০ টাকারও কম খরচে কলকাতা থেকে আপনি এই কেল্লায় পৌঁছে যেতে পারেন। ‌
কীভাবে যাবেন? শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর বা নামখানা লোকালে উঠে মাত্র ১০ টাকা ভাড়া দিয়ে গোচরণ নামুন। স্টেশন থেকে অটো অন্য কোন গাড়িতে ৩০ টাকা ভাড়া দিয়েই আপনি পৌঁছে যেতে পারেন এই পিয়ালী দ্বীপে। পিয়ালী দ্বীপ একটা ছোট্ট সুন্দর জায়গা চারিদিক থেকে খাল, বিল ও নদী দিয়ে ঘেরা। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। বেশ একটা সুন্দরবনের ছায়া আছে অথচ কলকাতার বেশ কাছেই। আর কোনও নৌকা বা ভেসেলে না চড়েই পৌঁছন যায় সুন্দরবন লাগোয়া এই ভূখণ্ডে।
advertisement
আরও পড়ুনঃ পুরীর থেকেও বড়! দিঘা নিয়ে বিরাট খবর দিলেন মমতা! এ খবরে বাঙালি হিসেবে গর্ব হবে
আপনি পিয়ালী দ্বীপ থেকে নৌকো নিয়ে মাতলা নদীতে ঘুরে বেড়াতে পারেন। একটু সময় নিয়ে বেড়িয়ে আসতে পারেন ঝড়খালি। তাই যে কোনও সাপ্তাহিক ছুটিতে মন চাইলে প্রিয়জনদের সঙ্গে পিয়ালী দ্বীপে একদিনের ট্যুর দারুন জমে যাবে। পিয়ালী দ্বীপে যাবার আরও একটা অতিরিক্ত ভাললাগার ব্যাপার আছে সেটা হল কলকাতা থেকে বেশ একটা লং ড্রাইভের মজা।
advertisement
advertisement
কলকাতা থেকে পিয়ালী দ্বীপ ঠিক ৭৫ কিমি। সুন্দরবনের ছায়া এই জন্য বললাম কারণ পিয়ালি দ্বীপকে সুন্দরবনের প্রবেশপথ বলা হয়। পিয়ালী নদী দ্বীপটির বুক চিরে গিয়ে মিশেছে মাতলা নদীতে। সপ্তাহের শেষে কলকাতা থেকে বহু পর্যটক এখন আসেন।
চারদিকে নদীতে ঘেরা এই দ্বীপ। কাছাকাছি কুলতলি স্লাইস গেট, পিয়ালী নদী থেকে হেড়োভাঙা নদী ও মাতলা নদীর সন্নিকট অবধি নৌকা ভ্রমণ, নদী চরে চড়ুইভাতি করার সুব্যবস্থা রয়েছে, বিক্ষিপ্ত জঙ্গল হাইকিং করতে পারেন, মাতলা নদীতে নৌকা ভ্রমণ করুণ, দ্বীপের তীরে ম্যানগ্রোভ বন এবং গ্রামের জীবন সম্পর্কে জানুন, পিয়ালী দ্বীপে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। দেখুন ও ফটোগ্রাফি করুণ। পিয়ালী দ্বীপের আশেপাশের গ্রামের জীবনও উপভোগ করা যায়। পিয়ালী দ্বীপ শিক্ষামূলক ট্যুর আয়োজনের জন্যও বিখ্যাত।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024 Tour: পকেটে ৫০ টাকা থাকলেই হবে, জঙ্গলে হাইকিং-নৌকা ভ্রমণ কী নেই! দোলে একদিন ঘুরে আসুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement