South 24 Parganas News: ভাল হয়েছিল পরীক্ষা, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই প্রাণ গেলে পরীক্ষার্থীর

Last Updated:

লাবনীর মা ও কাকার অভিযোগ বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন।

কান্নায় ভেঙে পরছে পরিবারের সদস্য 
কান্নায় ভেঙে পরছে পরিবারের সদস্য 
দক্ষিণ ২৪ পরগনা‌: দক্ষিণ বারাসতে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত রায়নগর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সৌরভ নস্করের সঙ্গে বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগর এর বাসিন্দা লাবনী রায় মন্ডলের প্রেম করে গত এক বছর আগে বিয়ে হয়।
লাবনী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে বলেও জানা যায়। লাবনীর মা ও কাকার অভিযোগ বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। লাবনীর শ্বশুরবাড়ি থেকে তাদের কাছে খবর আসে যে লাবনী অসুস্থ হয়ে পড়েছে। তখনই লাবনীর বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে পদ্মেরহাট হাসপাতালে এলে চিকিৎসকরা জানান লাবনী আর বেঁচে নেই। লাবনীকে তার শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে বাপের বাড়ির লোক জানতে পারে।
advertisement
advertisement
ঘটনায় কান্নায় ভেঙে পড়ে লাবনীর পরিবারের লোকজন। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজন কে দায়ী করে লাবনীর বাপের বাড়ির লোকজন। তারা এ বিষয়ে জয়নগর থানায় অভিযোগ জানালে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় এসআই অলকেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল। ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভাল হয়েছিল পরীক্ষা, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই প্রাণ গেলে পরীক্ষার্থীর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement