সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর রহস্যময় মৃত্যু! বাঘ না কুমির, নাকি... স্পষ্ট নয় কিছুই
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। এখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়
কুলতলি, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: সুন্দরবন মানেই জলে কুমির-ডাঙায় বাঘ। আর এই নিয়েই সুন্দরবন। সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা। মাথায় বিপদ নিয়েই তাঁরা মাছ ধরতে যান। এই মাছ ধরতে গিয়েই আর বাড়ি ফেরা হল না পলাশ সরদারের।
কুলতলি ব্লকের কুন্দখালি গোডাবোর অঞ্চলের বালাহারানিয়ার বাসিন্দার পলাশ সরদার। তিনি স্থানীয় পিয়ালী নদীতে সোমবার বিকালে খেবলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। একাই মাছ ধরতে গিয়েছিলেন বলে আরওই কিছু জানা সম্ভব হয়নি পরিবারের পক্ষে। উপায় না দেখে পরিবারের সদস্যরা স্থানীয় বন দফতর ও কুলতলি থানায় খবর দেন।
advertisement
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা তিস্তায়, জলঢাকায় হলুদ
এরপর প্রশাসনিক উদ্যোগে দীর্ঘক্ষণ পলাশ সরদারের সন্ধানে খোঁজাখুঁজি চলে। শেষ পর্যন্ত বুধবার সকালে ডোমাজোড়া পিয়ালি নদীতে তাঁর দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। এখান থেকে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট না। বাঘের আক্রমণে নাকি নদীতে মাছ ধরার সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে সেই বিষয়টি ময়নাতদন্তে স্পষ্ট হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে পলাশ সরদারের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। ফলে এরপর সংসার কীভাবে চলবে সেটা বুঝে পাচ্ছেন না কেউ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর রহস্যময় মৃত্যু! বাঘ না কুমির, নাকি... স্পষ্ট নয় কিছুই