Fish Farming: স্কুল প্রাঙ্গনে কিলবিল করছে মাগুর মাছ, মারাত্মক অভিযোগ বসিরহাটে

Last Updated:

Fish Farming: স্কুলের পিছনে হাইব্রিড মাগুর মাছের চাষ, স্কুলে আসতে নারাজ ছাত্রছাত্রীরা।

+
মাগুর

মাগুর মাছ (প্রতীকী ছবি)

বসিরহাট: অস্বাস্থ্যকর পরিবেশ স্কুল প্রাঙ্গনে। অবৈধ হাইব্রিড মাগুর মাছের চেম্বারে সমস্যায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। স্কুলের পিছনে হাইব্রিড মাগুর মাছের মেছো ভেড়ি। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশে নাজেহাল ছাত্রছাত্রীরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ নম্বর ব্লকের অনন্তপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা তিন শতাধিক। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মিলিয়ে সাতজন। প্রাচীন এই স্কুল থেকে বহু ছাত্র-ছাত্রীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানান, ‘স্কুল প্রাঙ্গণের যত্রতত্র নোংরা আবর্জনায় ভরে গিয়েছে, বিশেষ করে স্কুলের জল নিকাশি ব্যবস্থা বেহাল। পিছনে একটা বেআইনি হাইব্রিড মাগুর মাছের চেম্বার তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে পচনশীল খাবার এনে সেই পুকুরে ফেলছে মাছের খাবারের জন্য।’
advertisement
স্কুলপ্রাঙ্গনে মাছের চাষ স্কুলপ্রাঙ্গনে মাছের চাষ
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস-কোলেস্টেরল থেকে বাঁচতে এই এক কোয়া রসুন সুপারহিট, আজই কিনুন হিমালয়ান গার্লিক
এই পরিবেশে মিড ডে মিলের খাবার খাচ্ছে স্কুল পড়ুয়ারা। তার থেকে রোগ জীবাণু উৎপত্তি হচ্ছে আর রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ তৈরি হচ্ছে। এজন্য ছাত্রছাত্রীদের স্কুলে আসার সংখ্যা কমে গিয়েছে। চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের এই কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই ছাত্র-ছাত্রী, অভিভাবকরা স্কুল গেটেই বিক্ষোভে সামিল হয়েছেন।
advertisement
গ্রামবাসী মোস্তাকিন মণ্ডল বলেন, ‘চারিদিকে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। ডেঙ্গির মশা উৎপত্তি হচ্ছে, পাশাপাশি এখানে বেআইনি একটি মাছের চেম্বার তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। তাদের মুনাফা অর্জন করার জন্য হাইব্রিড মাগুর মাছের চাষ করছে। আমরা চাই এর একটা সুস্থ বিহিত, স্কুলের শিশুরা সুস্থ পরিবেশে এসে তারা পড়াশোনা করুক। এই দাবি নিয়ে আমাদের আন্দোলন বিক্ষোভ চলবে।’
advertisement
জুলফিকার মোল্যা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Farming: স্কুল প্রাঙ্গনে কিলবিল করছে মাগুর মাছ, মারাত্মক অভিযোগ বসিরহাটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement