Mini Tornado In Sandeshkhali: দশমীতে ২ মিনিটের সর্বগ্রাসী টর্নেডো, প্রবল গতিতে ঝোড়ো হাওয়ায় উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, তছনছ ঘরবাড়ি

Last Updated:

Mini Tornado In Sandeshkhali: পাথরঘাটায় টর্নেডো ঝড়ে তছনছ শতাধিক ঘরবাড়ি, বিপর্যস্ত জীবনযাত্রা

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর দশমীর সন্ধ্যায় তছনছ করা টর্নেডো

সন্দেশখালি:  টর্নেডো ঝড়ে তছনছ শতাধিক ঘরবাড়ি, বিপর্যস্ত জীবনযাত্রা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকা দশমীর সন্ধ্যার ঠিক একটু আগেই ভয়াবহ টর্নেডো ঝড়ের কবলে পড়ে। প্রায় ২ মিনিটের ঝড়ে মুহূর্তে তছনছ হয়ে যায় শতাধিক বাড়িঘর। শুধু তাই নয়, প্রায় ৩০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেন বিধায়ক এবং দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিধায়কের উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
advertisement
advertisement
সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয় যখন বাড়ির চাপা পড়ে এক মহিলা ও এক ব্যক্তি গুরুতর আহত হন। বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “সরকারি ও প্রশাসনিক উদ্যোগে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যতদিন না তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন, আমরা তাঁদের পাশে আছি।” এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার পাশাপাশি পুনর্গঠনের কাজেই জোর দিচ্ছে প্রশাসন।
advertisement
Julfikar Molla
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mini Tornado In Sandeshkhali: দশমীতে ২ মিনিটের সর্বগ্রাসী টর্নেডো, প্রবল গতিতে ঝোড়ো হাওয়ায় উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, তছনছ ঘরবাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement