Fish Cultivation: হলদিয়ায় শুরু হল সরকারের 'স্বর্ণ মৎস্য যোজনা', দেদারে চাষ হবে বাগদা-পার্শে

Last Updated:

মেছো বাঙালিদের জন্য সুখবর! মাছ চাষের জেলা পুর্ব মেদিনীপুরে 'স্বর্ণ মৎস্য যোজনা'-এ বাগদা-পার্সে-ভাঙন-সহ নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিচ্ছে মৎস্য দফতর

#হলদিয়া: বাঙালির রসনা তৃপ্তিতে যেখানে মাছের জুড়ি মেলা ভার, সেখানে মাছ চাষের জেলা পুর্ব মেদিনীপুরে 'স্বর্ণ মৎস্য যোজনা'-এ বাগদা-পার্সে-ভাঙন-সহ নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিচ্ছে মৎস্য দফতর। শিল্প শহর হলদিয়া-সহ জেলা জুড়েই ছোটো-বড় ঝিল আর পুকুর পুকুরে শুরু হয়েছে এই মাছ চাষ! বাগদা-পার্শে-ভাঙন মাছ যেমন মেছো বাঙালির বড়ই প্রিয়, তেমনি এইসব মাছ চাষ করে লাভ বেশি পান মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর-সহ গোটা রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। পরিস্থিতিতে পরিবর্তন আনতে বাগদা চিংড়ি চাষ বৃদ্ধিতে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের নতুন প্রকল্প "স্বর্ণ মৎস্য যোজনা" -র অধীনেই হলদিয়া ব্লকে বাগদা-সহ পার্শে মাছের মিশ্র চাষ প্রকল্পের সূচনা হল। আজ, শুক্রবার হলদিয়ার বিডিও অফিস থেকে ৭জন মাছচাষীকে "স্বর্ণ মৎস্য যোজনা"র অধীনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে-ভাঙন মাছ বিতরণ করা হয়। স্বর্ণ মৎস্য যোজনার আওতাধীন মৎস্যজীবীদেরমধ্যে যেমন অভিজ্ঞ মৎস্যজীবীরা আছেন, তেমনি আছেন তরুণ মাছ চাষীরাও। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, এই প্রথম হলদিয়ায় স্বর্ণ মৎস্য যোজনা" রূপায়িত হচ্ছে।
advertisement
advertisement
এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছ চাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শে, ভাঙন মিশ্রচাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রশাসনের দাবি। নতুন এইসব প্রকল্পের মাধ্যমে মাছচাষীদের এই পেশায় উৎসাহ আরও বাড়ছে বলে সকলের দাবি। সব মিলিয়ে হলদিয়ায় শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে মাছ চাষের অগ্রগতির ওপরও যে রাজ্য সরকার অধিক গুরুত্ব দিতে চাইছে, মাছ চাষে এইসব সরকারি হস্তক্ষেপ ও উৎসাহদান সেকথাই জানান দিচ্ছে বলে মনে করছেন হলদিয়ার মানুষজন।
advertisement
Sujit Bhoumik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Cultivation: হলদিয়ায় শুরু হল সরকারের 'স্বর্ণ মৎস্য যোজনা', দেদারে চাষ হবে বাগদা-পার্শে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement