Fish Cultivation: হলদিয়ায় শুরু হল সরকারের 'স্বর্ণ মৎস্য যোজনা', দেদারে চাষ হবে বাগদা-পার্শে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মেছো বাঙালিদের জন্য সুখবর! মাছ চাষের জেলা পুর্ব মেদিনীপুরে 'স্বর্ণ মৎস্য যোজনা'-এ বাগদা-পার্সে-ভাঙন-সহ নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিচ্ছে মৎস্য দফতর
#হলদিয়া: বাঙালির রসনা তৃপ্তিতে যেখানে মাছের জুড়ি মেলা ভার, সেখানে মাছ চাষের জেলা পুর্ব মেদিনীপুরে 'স্বর্ণ মৎস্য যোজনা'-এ বাগদা-পার্সে-ভাঙন-সহ নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিচ্ছে মৎস্য দফতর। শিল্প শহর হলদিয়া-সহ জেলা জুড়েই ছোটো-বড় ঝিল আর পুকুর পুকুরে শুরু হয়েছে এই মাছ চাষ! বাগদা-পার্শে-ভাঙন মাছ যেমন মেছো বাঙালির বড়ই প্রিয়, তেমনি এইসব মাছ চাষ করে লাভ বেশি পান মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর-সহ গোটা রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। পরিস্থিতিতে পরিবর্তন আনতে বাগদা চিংড়ি চাষ বৃদ্ধিতে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের নতুন প্রকল্প "স্বর্ণ মৎস্য যোজনা" -র অধীনেই হলদিয়া ব্লকে বাগদা-সহ পার্শে মাছের মিশ্র চাষ প্রকল্পের সূচনা হল। আজ, শুক্রবার হলদিয়ার বিডিও অফিস থেকে ৭জন মাছচাষীকে "স্বর্ণ মৎস্য যোজনা"র অধীনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে-ভাঙন মাছ বিতরণ করা হয়। স্বর্ণ মৎস্য যোজনার আওতাধীন মৎস্যজীবীদেরমধ্যে যেমন অভিজ্ঞ মৎস্যজীবীরা আছেন, তেমনি আছেন তরুণ মাছ চাষীরাও। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, এই প্রথম হলদিয়ায় স্বর্ণ মৎস্য যোজনা" রূপায়িত হচ্ছে।
advertisement
advertisement
এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছ চাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শে, ভাঙন মিশ্রচাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রশাসনের দাবি। নতুন এইসব প্রকল্পের মাধ্যমে মাছচাষীদের এই পেশায় উৎসাহ আরও বাড়ছে বলে সকলের দাবি। সব মিলিয়ে হলদিয়ায় শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে মাছ চাষের অগ্রগতির ওপরও যে রাজ্য সরকার অধিক গুরুত্ব দিতে চাইছে, মাছ চাষে এইসব সরকারি হস্তক্ষেপ ও উৎসাহদান সেকথাই জানান দিচ্ছে বলে মনে করছেন হলদিয়ার মানুষজন।
advertisement
Sujit Bhoumik
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Cultivation: হলদিয়ায় শুরু হল সরকারের 'স্বর্ণ মৎস্য যোজনা', দেদারে চাষ হবে বাগদা-পার্শে