Organ Donation: দুর্ঘটনায় হারালেন ছেলেকে, শোকে পাথর হয়েও অনন্য নজির গড়লেন মা

Last Updated:
কুমারেশ সাধু ও তাঁর মা সন্ধ্যাদেবী৷
কুমারেশ সাধু ও তাঁর মা সন্ধ্যাদেবী৷
#বারাসত: দুর্ঘটনায় ছেলের ব্রেন ডেথ ঘোষণার পর ছেলের অঙ্গ দানের(Organ Donation) সিদ্ধান্ত পরিবারের৷ অন্যের প্রাণে বেঁচে থাকুক ছেলে তাই এই সিদ্ধান্ত, এমনটাই জানালেন পরিবারের সদস্যরা। ছেলের স্মৃতি আগলে রাখতে সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানালেন মা-ও৷
নিহত যুবকের নাম কুমারেশ সাধু৷ তিনি অশোকনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কচুয়া লেক পাড় এলাকায় (North 24 Parganas)। গত ২১ মার্চ প্রতিদিনের মতো ভোর সাড়ে পাঁচটা নাগাদ কাজে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে ছিলেন কুমারেশ। গোলবাজার এলাকায় পথ কুকুরের তারা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে ওই যুবকের।
advertisement
advertisement
পরিবারের লোকজন খবর পেলে দুর্ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে প্রথমে অশোকনগরে স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। ২১ তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ ওই যুবকের ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
চরম শোকের মধ্যেও সেই মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত কুমারেশের বিভিন্ন অঙ্গ দান করার মহৎ সিদ্ধান্ত নেন তাঁর পরিবার। সেই মতো কুমারেশের লিভার, কিডনি, হার্ট এবং কর্নিয়া দান করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর লিভার রাজস্থানের জয়পুরের এক ব্যক্তিকে দেওয়া হয়েছে৷ কিডনি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এক মহিলাকে এবং হার্ট দেওয়া হয়েছে চেন্নাইয়ের ২৪ বছরের এক যুবককে৷ কুমারেশের কর্নিয়াএকটি বেসরকারি চোখের হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে।
advertisement
ছেলেকে হারানোর শোকের মধ্যেও কুমারেশের মা সন্ধ্যা সাধু ২৪ বছর বয়সি আরও একটি ছেলের মধ্যেই তাঁর সন্তান বেঁচে থাকবেন। তিনি আরও বলেন, 'ছেলে মারা গিয়েছে৷ দেহের সৎকার তো করতেই হত৷ চিতার আগুনে সব পুড়ে ছাই হয়ে যেত। তার থেকে ছেলের শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে চারটি প্রাণ বাঁচলে তাঁদের মধ্যেই আমাদের ছেলে বেঁচে থাকবে।' তাঁদের দেখাদেখি অন্যরাও যাতে অঙ্গদানের পথে এগিয়ে আসেন, সেই অনুরোধই করছে সাধু পরিবার৷
advertisement
এই মুহূর্তে সাধু পরিবারের মানুষিক অবস্থা ভালো নেই তবুও আমাদের ক্যামেরার সামনে দিন কাঁপা কাঁপা গলায় সমাজের সাধারণ মানুষের কাছে তাদের একটাই অনুরোধ এই ধরনের কাজে আগামীদিনে সমাজের সব শ্রেণীর মানুষ এগিয়ে আসলে একাধিক জীবন বাঁচানো সম্ভব হবে।
Jiaul Alam
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Organ Donation: দুর্ঘটনায় হারালেন ছেলেকে, শোকে পাথর হয়েও অনন্য নজির গড়লেন মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement