Mamata Banerjee to Police: বগটুইয়ের অদূরেই এ কী পেল পুলিশ! বাদ গেল না কেশপুরও, ২৪ ঘণ্টাতেই ফলছে ফল?

Last Updated:

Mamata Banerjee to Police: সাত সকালের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের বড়ডাঙ্গা এলাকায়।

দিকেদিকে বোমা উদ্ধার
দিকেদিকে বোমা উদ্ধার
#সিউড়ি: বগটুইয়ে দাঁড়িয়েই গোটা বাংলাজুড়ে অভিযান চালিয়ে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to Police)৷ বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে (Rampurhat Violence) গিয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই পুলিশ কর্মীদের ছুটি বাতিল করে পুরোদস্তুর 'অপারেশনে' নেমেছে পুলিশ। আর এরপরই বীরভূমের (Birbhum) মাড়গ্রাম থেকে দুশোটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ৷ বগটুই থেকে যে জায়গার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারগ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে ক্যানেলের কাছে ছ'টি বালতিতে বোমা গুলি রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।
এদিকে, সাত সকালের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের বড়ডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বড়ডাগার এলাকার জঙ্গল লাগোয়া পরিত্যক্ত জায়গায় চারটি বালতিতে তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর এই খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ। প্রসঙ্গত বিগত নির্বাচনগুলোতে খবরের শিরোনামে উঠেছিল কেশপুর। তবে কি আবার অশান্তি করার লক্ষ্যে এই বোমা মজুদ করা হয়েছে? তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
অপরদিকে, কাটোয়া থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে চার রাউণ্ড গুলি সহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে এনে বিক্রি করা হয়েছে। সেই মতো ধৃতদের জেরা করে কাটোয়া এলাকার ক্যারিয়ার এজেন্টকে চিহ্নিত করেছে পুলিশ। বুলেট হাজরা নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে কোশিগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তিনজনকে কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। নৌসাদ সেখ ও হাসিবুল সেখকে কাটোয়ার মাঠপাড়া থেকে এবং রাহুল সেখকে মূলগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
advertisement
এদিকে, আসানসোলের সালানপুর থানার রূপনরায়ণপুর ফাঁড়ির অন্তর্গত চিতালডাঙ্গা এলাকায় একটি বাড়ির ভেতরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার ঘটনায় ৪ জনকে আসানসোল আদালতে পাঠাল পুলিশ। তাদের পুলিশ হেফাজতে নিয়ে আরও কেউ কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখবে পুলিশ। এই আগ্নেয়াস্ত্র গুলো কোথায় যেত সেই বিষয়ক খবর নেবে বলে জানিয়েছে সালানপুর থানার পুলিশ।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করে অস্ত্র সহ অস্ত্র তৈরির সামগ্রী, লেদ মেশিন ও একটি মোটর সাইকেল। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক সহ চারজনকে গ্রেফতার করেছে। ধৃত চারজন অভিযুক্তকে শুক্রবার আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশি তদন্তের স্বার্থে চারজন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee to Police: বগটুইয়ের অদূরেই এ কী পেল পুলিশ! বাদ গেল না কেশপুরও, ২৪ ঘণ্টাতেই ফলছে ফল?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement