Howrah Water Crisis: বেলগাছিয়ার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ফিরহাদের! আগামী তিন-চার বছরেই প্ল্যান্ট, হাওরার জঞ্জাল নিয়ে বড় আশ্বাস মন্ত্রীর
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Howrah Water Crisis: বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভবিষ্যতে বাংলার বাড়ি যাওয়ার পরিকল্পনা। আপাতত ওই এলাকার কাছাকাছি অঞ্চলে তাঁদের থাকার জায়গা করে দেবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর।
বেলগাছিয়া: বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভবিষ্যতে বাংলার বাড়ি যাওয়ার পরিকল্পনা। আপাতত ওই এলাকার কাছাকাছি অঞ্চলে তাঁদের থাকার জায়গা করে দেবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। আজ, মঙ্গলবার এই নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করবেন হাওড়া প্রশাসনের সঙ্গে।
আরও পড়ুনঃ মঙ্গল-বুধে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়..! ভিজবে কলকাতা? আবহাওয়ার ‘নতুন’ সতর্কতা জানিয়ে দিল আলিপুর
হাওড়ার জঞ্জাল সাফাইয়ের জন্য কলকাতার ধাপার মতোই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার প্লান্ট তৈরি করা হবে। ম্যাজিক নয়; আগামী তিন চার বছরের মধ্যে এই জঞ্জাল পুনর্নবীকরণের কাজ শেষ হবে বলে আশ্বস্ত করলেন পুরমন্ত্রী।
advertisement
গত সপ্তাহে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ বেলগাছিয়া ভাগাড় ধারে হঠাৎ ধস নামার কারণেই পানীয় জলের সমস্যা পরে হাওড়াবাসী। মানুষের ঘরবাড়িতে সৃষ্টি ফাটল, একাধিক বাড়ি ভেঙে পড়ার সঙ্গে পুরসভার পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পৌঁছতে পানীয় জলের পাইপলাইন মেরামতির দ্রুত কাজ শুরু করে হাওড়া পুরসভা।
advertisement
আরও পড়ুনঃ মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
প্রথম পর্যায়ে ২৪ ঘন্টায় সমস্যা সমাধান হবে আশঙ্কায় করা হলেও এলাকায় ধসের মাত্রা বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর ফলে হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জল পরিষেবা ব্যাহত হয়। জরুরি অবস্থায় মানুষকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হয়। কলকাতা উত্তরপাড়া এবং কোন্নগর পুরসভা থেকে জলের ট্যাঙ্ক আনিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে হাওড়া পৌরসভার পক্ষ থেকে। তাতেও জলের চাহিদা মিটছে না। বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Water Crisis: বেলগাছিয়ার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ফিরহাদের! আগামী তিন-চার বছরেই প্ল্যান্ট, হাওরার জঞ্জাল নিয়ে বড় আশ্বাস মন্ত্রীর