Fire Safety Audit: হোটেল থেকে শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এবার মানতে হবে এইসব নিয়ম! অগ্নিকাণ্ডের বাড়বাড়ন্ত ঠেকাতে রাজ্যজুড়ে ‘ফায়ার সেফটি অডিট’
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Fire Safety Audit: রাজ্য সরকার সম্প্রতি প্রতিটি হোটেল, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত নিয়েছে
হাওড়া: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্য জুড়ে, গত কয়েক মাসে হাওড়া জেলাতেও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা। কয়েক মাস আগেই জেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনাও ঘটেছে। এরমধ্যে বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্য সরকার সম্প্রতি প্রতিটি হোটেল, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মত সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় আগুন নেভাতে উপযুক্ত ব্যবস্থা কেমন রয়েছে সে বিষয়ে পরিদর্শন করল দমকল বিভাগ, স্থানীয় পুলিশ এবং ডেপুটি কালেক্টর।
শিল্পপার্কে ফায়ার সেফটি অডিট হল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে। এটি একটি পদ্ধতিগত মূল্যায়ন যা অগ্নি নিরাপত্তা বিধি, মান এবং সর্বোত্তম অনুশীলনগুলির সঙ্গে সম্মতির স্তর নির্ধারণ করে। এই ফায়ার সেফটি অডিট শিল্পপার্শ্বের বিভিন্ন অংশে অগ্নিকাণ্ডের সম্ভাব্য ঝুঁকিগুলি সনাক্ত করে বলে জানালেন এক কোম্পানি কর্মকর্তা।
advertisement
আরও পড়ুন: কথা দিয়েছে সবাই, কিন্তু রাখেনি কেউ! একযুগ ধরে আজও জলযন্ত্রণা মিটল না কলকাতার কাছেই এই জায়গায়
advertisement
অগ্নিনির্বাপক, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যেমন – ফায়ার অ্যালার্ম, ফায়ার সিসটেম এবং জরুরি পথ ইত্যাদি পরীক্ষা করা হয়। এদিন অগ্নি নিরাপত্তা নীতি ও প্রোটোকলগুলি পরীক্ষা করা হয় বলে জানালেন হাওড়ার ডেপুটি কালেক্টর রাজা ভৌমিক। এই ‘ফায়ার সেফটি অডিট’-এর মাধ্যমে ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ সহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, তা এদিন খতিয়ে দেখা হয়। আগামী দিনে হাওড়ার বিভিন্ন হোটেল, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে এই ইন্সপেকশন চলবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিয়মিত দমকলের পক্ষ থেকে এই পর্যবেক্ষণ কর্মসূচি হয়ে থাকে। এবার স্থানীয় পুলিশ জেলা প্রশাসন ও দমকল যৌথভাবে এই অভিযানে জানালেন দমকল কর্মীর মানস কুমার আদক। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই অডিট বিভিন্ন দিক পর্যালোচনা করে এবং সুপারিশ প্রদান করে, যা শিল্পপার্শ্বের অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Safety Audit: হোটেল থেকে শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এবার মানতে হবে এইসব নিয়ম! অগ্নিকাণ্ডের বাড়বাড়ন্ত ঠেকাতে রাজ্যজুড়ে ‘ফায়ার সেফটি অডিট’