Fire on Train: মালবাহী ট্রেনের ওয়াগনে আচমকা আগুন, ব্যাপক চাঞ্চল্য বরাভূমে! তারপর?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Fire on Train: কয়লা বোঝাই মালবাহী ট্রেনে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন!
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: হঠাৎ করেই মালবাহী ট্রেনের ওয়াগনে অগ্নিকাণ্ড। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বলনামপুরে। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে। সূত্র মারফত জানা গিয়েছে, এইদিন একটি কয়লা বোঝাই মালগাড়ি ডাউন লাইনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সেই অবস্থায় মালগাড়ির ১৬ নম্বর ওয়াগনে আগুন লেগে যায়।
তারপরেই গোটা প্ল্যাটফর্ম চত্বরে হইচই পড়ে যায়। এরপরই রেলের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল বিভাগে, সেখান থেকে একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, মাল গাড়ির ওয়াগনে কয়লা বোঝাই ছিল। ঘর্ষণের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: ‘যে কারণে বাংলায় SIR, সেটা সফল হবে না, যদি না…”, কোন বড় ফাঁক রয়েছে? কেন এমন বললেন দিলীপ ঘোষ?
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এ বিষয়ে পুরুলিয়া ফায়ার স্টেশনের সাব অফিসার অভিষেক কুমার বেড়া বলেন , ‘বিভিন্ন সময় কয়লা বোঝাই থাকার ভিতরে গ্যাস তৈরি হয়। তা থেকে আগুন লাগতে পারে। যদিও পরিস্থিতি বর্তমানে পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। কারোর কোনও ক্ষতি হয়নি।’
advertisement
advertisement
আরও পড়ুন: নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, দাবি NCRB-র, অপরাধ প্রবণতায় প্রথম ৩ শহরের নাম জানলে চমকাবেন!
বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। এই ঘটনার জেরে যাত্রীদের বেশ খানিকটা দুর্ভোগের শিকার হতে হয়। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
October 04, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire on Train: মালবাহী ট্রেনের ওয়াগনে আচমকা আগুন, ব্যাপক চাঞ্চল্য বরাভূমে! তারপর?