Train Fire: হঠাত্ চলন্ত ট্রেনে কালো ধোঁয়া! কীভাবে আগুন লাগল বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে? ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বুধবার ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ছররার লেদাবেড়া এলাকায়। বক্সার টাটা এক্সপ্রেসের জেনারেল কামরায় হঠাৎই আগুন লেগে যায়।
পুরুলিয়া: চলন্ত ট্রেনে হঠাৎই অগ্নিকাণ্ড। শোরগোল পড়ে যায় গোটা ট্রেনে। আতঙ্কের মধ্যে যাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ছররার লেদাবেড়া এলাকায়। বক্সার টাটা এক্সপ্রেসের জেনারেল কামরায় হঠাৎই আগুন লেগে যায়।
আগুন লাগার ঘটনা বুঝতে পেরে ট্রেনটিকে দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: সূর্য গোচর, চন্দ্র গ্রহণ, মহাদুর্লভ সংযোগ…হোলির দিন থেকে ৪ রাশির গোল্ডেন টাইম শুরু! সোনাদানার বন্যা
advertisement
দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এক যাত্রী জানালেন, ’’কী কারণে এই আগুন লাগল তা বোঝা যায়নি। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনে।’’ জানা যায়, তিনি রিজার্ভেশন কামরায় ছিলেন। বুঝতে পেরে ট্রেন থেকে নেমে আসেন।
advertisement
সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, জেলা পুলিশ ও রেল পুলিশ। দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
advertisement
কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা বোঝার চেষ্টা করছে রেল পুলিশ। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। একটুর জন্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ওই ট্রেনের যাত্রীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Fire: হঠাত্ চলন্ত ট্রেনে কালো ধোঁয়া! কীভাবে আগুন লাগল বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে? ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন