তিলপাড়া ব্যারেজে ফাটল কাণ্ডের মাঝেই সিউড়িতে আরেক দুর্ঘটনা! একরাতে আগুনে পুড়ে ছাই ৩ দোকান

Last Updated:

তিলপাড়া ব্যারেজ কাণ্ডের মাঝেই বীরভূমের সিউড়িতে ঘটে গেল আরও এক দুর্ঘটনা। এবার অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে দেখা গেল বীরভূমের সদর শহর সিউড়িতে।

সিউড়িতে দোকানে আগুন
সিউড়িতে দোকানে আগুন
সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাস: তিলপাড়া ব্যারেজ কাণ্ডের মাঝেই বীরভূমের সিউড়িতে ঘটে গেল আরও এক দুর্ঘটনা। এবার অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে দেখা গেল বীরভূমের সদর শহর সিউড়িতে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে ভস্মীভূত হয়েছে তিনটি দোকান। বীরভূমের সদর শহর সিউড়ির মসজিদ মোড় এলাকায় থাকা তিনটি দোকানে রাতে বন্ধ করার পরই আগুনে ভস্মিভূত হয়ে যায়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ওই সকল দোকানের মালিকদের মাথায় হাত পড়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এমন দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার বিষয়টি দেখতে পাওয়ার পরই স্থানীয়রা দমকল বাহিনীকে ফোন করেন এবং তড়িঘড়ি দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী মঞ্জু মিশ্র জানিয়েছেন, অগ্নিসংযোগের এই ঘটনায় তিনটি দোকানের অধিকাংশ মালপত্র পুড়ে গেছে। প্রচুর টাকা ক্ষতির মুখে ওই সকল ব্যবসায়ীরা।
advertisement
advertisement
আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত জানা না গেলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এমন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। বীরভূমের সিউড়ির মসজিদ মোড় এলাকার ওই স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ‘ইলেকট্রিক তারে যেভাবে গাছপালা জড়িয়ে গিয়েছে তাতে এমন ঘটনা তো ঘটবেই।’ বিষয়টি তারা বিদ্যুৎ দফতরের কর্মীদের নজরে রাখার আবেদন জানিয়েছেন।
advertisement
দমকল অফিসার অভিষেক দাঁ জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই তারা ৫-৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলপাড়া ব্যারেজে ফাটল কাণ্ডের মাঝেই সিউড়িতে আরেক দুর্ঘটনা! একরাতে আগুনে পুড়ে ছাই ৩ দোকান
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement