ইডেন গার্ডেন থেকে সেবকের করোনেশন ব্রিজ! সব এবার একজায়গায়! সুযোগ পেতেই এখন ছবি তোলার হিড়িক শিলিগুড়িতে

Last Updated:

কলকাতার ইডেন গার্ডেন, মায়াপুরের ইসকন মন্দির, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক এবং সেবকের করোনেশন ব্রিজ! এখন সবের দেখা মিলছে এক জায়গায়

+
ঝুলন

ঝুলন যাত্রা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: এক সময় ছিল, যখন শ্রাবণ মাস এলেই শহরের অলিগলি মাততো ‘ঝুলন যাত্রা’র সাজে। কচিকাঁচাদের হাতে তৈরি হত রাধা-কৃষ্ণের ছোট্ট ঝুলন, বুকে ছিল উৎসবের উত্তেজনা, গলায় গান, মুখে হাসি, মহল্লায় যেন এক ছোটোখাটো মেলা বসত। কিন্তু বদলেছে সময়। মোবাইল ফোনের নেশা আর পড়াশোনার চাপে আজ হারিয়ে যেতে বসেছে সেই ঝুলনের দিনগুলো। পাড়ার শিশুরা এখন ‘রিল’ বানায়, রাধাকৃষ্ণের গল্প শুনতে চায় না কেউ।
তবে ব্যতিক্রম একজন। শিলিগুড়ির কলেজপাড়ায়, ব্যস্ততার শহরে ঐতিহ্যের এক কোণ আজও আলো ছড়াচ্ছে, আর তার পিছনে দাঁড়িয়ে এক তরুণ, উজ্জ্বল বিশ্বাস। মাত্র তিরিশের কোঠায়, পেশায় একজন মোমো বিক্রেতা, বাড়ির সামনেই তাঁর ছোট ফাস্টফুডের দোকান। কিন্তু দোকানের কাজের ফাঁকে, গত পাঁচ বছর ধরে একা হাতে তৈরি করে চলেছেন ঝুলনের মঞ্চ, মনকাড়া, অভিনব, আর সম্পূর্ণ নিজের কল্পনার ফসল।
advertisement
advertisement
এই বছর তাঁর সৃষ্টিতে উঠে এসেছে এক অভিনব মেলবন্ধন, কলকাতার ইডেন গার্ডেন, মায়াপুরের ইসকন মন্দির, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক এবং সেবকের করোনেশন ব্রিজ। প্রতিটি মডেল যেন নিখুঁত শিল্পকর্ম। কলেজপাড়ার একঝাঁক মানুষ প্রতিদিন ভিড় করছেন উজ্জ্বলবাবুর ঝুলন দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ সন্তানদের নিয়ে আসছেন হারানো ঐতিহ্যের স্বাদ দিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
“সবাই যখন ভুলে যাচ্ছে, তখন আমি ভাবলাম, না… কিছু তো করতে হবে। আমাদের ছোটোবেলাটা তো এমনই ছিল। কেন না ফিরিয়ে আনি?” — হাসতে হাসতেই বলেন উজ্জ্বল। এই একার লড়াইয়ে নেই কোনও স্পনসর, নেই বড়সড় অনুদান। আছে শুধুই ইচ্ছে, ভালবাসা, আর হারানো সংস্কৃতিকে আঁকড়ে ধরার এক অনমনীয় চেষ্টা।
advertisement
শিলিগুড়ির এই ছোট্ট পাড়ায়, উজ্জ্বল বিশ্বাস যেন এক মশাল জ্বালিয়ে রেখেছেন, যেখানে প্রযুক্তির ঝলকে হারিয়ে যাওয়া উৎসবের আলো আজও টিমটিম করে জ্বলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইডেন গার্ডেন থেকে সেবকের করোনেশন ব্রিজ! সব এবার একজায়গায়! সুযোগ পেতেই এখন ছবি তোলার হিড়িক শিলিগুড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement