Fire Incident: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল 'গরম'
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Fire Incident: অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও
পশ্চিম বর্ধমান: তীব্র গরমের মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোল শহরে। মজুত করে রাখা ফ্লাই অ্যাশে আগুন ধরে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলের দিকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন বিকেলে হঠাৎ করে তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও। তারপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই পড়ে যায় আসানসোলের নিউটাউন এলাকায়।
advertisement
আরও পড়ুন: বৃদ্ধ কিশোরীর কুলফির স্বাদে মজে আট থেকে আশি
advertisement
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটির পর অভিযোগ উঠেছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারত। যদিও মালিক পক্ষের দাবি, তীব্র গরমের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে আসানসোল দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী হয়েছে। রানিগঞ্জ এলাকায় আগুনের কারণে প্রায় ৪৫ টি দোকান কার্যত পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়াও সেই ঘটনার দু-তিন দিনের মধ্যেই আসানসোলের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়। যার ফলে বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গিয়েছে। তারপর আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 8:54 PM IST