Fire Incident: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল 'গরম'

Last Updated:

Fire Incident: অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও

+
তখনও 

তখনও  দাউ দাউ করে জ্বলছে আগুন।

পশ্চিম বর্ধমান: তীব্র গরমের মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোল শহরে। মজুত করে রাখা ফ্লাই অ্যাশে আগুন ধরে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলের দিকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন বিকেলে হঠাৎ করে তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও। তারপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই পড়ে যায় আসানসোলের নিউটাউন এলাকায়।
advertisement
advertisement
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটির পর অভিযোগ উঠেছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারত। যদিও মালিক পক্ষের দাবি, তীব্র গরমের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে আসানসোল দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী হয়েছে। রানিগঞ্জ এলাকায় আগুনের কারণে প্রায় ৪৫ টি দোকান কার্যত পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়াও সেই ঘটনার দু-তিন দিনের মধ্যেই আসানসোলের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়। যার ফলে বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গিয়েছে। তারপর আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল 'গরম'
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement