East Bardhaman: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার নোট... আর কী কী ক্ষতি? চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
ওড়গ্রাম জঙ্গল মহলের মিনি মার্কেটে বসতবাড়ি-সহ একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় দোকান ও বাড়ি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সমীর মিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির নীচে মিষ্টির দোকান। বাড়ির দোতলায় পরিবারের সদস্যরা থাকতেন।
বর্ধমান: বাড়ির সবাই তখন ঘুমের মধ্যে। তার মধ্যেই আগুন লেগেছিল দোকান ও বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা সব ছাই করে দেয়। কী কী ক্ষতি হল এই অগ্নিকাণ্ডে?
ওড়গ্রাম জঙ্গল মহলের মিনি মার্কেটে বসতবাড়ি-সহ একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় দোকান ও বাড়ি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সমীর মিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির নীচে মিষ্টির দোকান। বাড়ির দোতলায় পরিবারের সদস্যরা থাকতেন। গতকাল রাতে খাওয়া দাওয়া সেড়ে পরিবারের সদস্যরা দোতলাতে শুয়ে ছিলেন। ভোর আনুমানিক চারটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় দোকানসহ বসত বাড়িটিতে।
advertisement
advertisement
বাড়ির মালিক সমীর মিস্ত্রি জানান, ভোর রাত্রে হঠাৎ ছেলের ডাকে বিছানা থেকে উঠে দেখেন গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে গেছে। জানলা ভেঙে কোনও রকমে স্ত্রী-সহ ছেলেদের উদ্ধার করা হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। চোখের সামনে বাড়ির একটি পোষ্য সারমেয় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানে থাকা সমস্ত সামগ্রী ও বাড়ির জিনিসপত্রের তেমন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সমীর বাবুর দাবি, চারটি ফ্রিজ, একটি মোটর বাইক, দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী , বসতবাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথি, স্ত্রীর গহনা সহ কয়েক লক্ষ টাকা নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশ ও দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার নোট... আর কী কী ক্ষতি? চমকে যাবেন

