Sanjay Dutt Cancer Update: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত, কেমন আছেন 'সঞ্জু বাবা'? বড় আপডেট দিলেন বোন প্রিয়া
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sanjay Dutt Cancer Update: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত। সুনীল দত্ত ও নার্গিসের ছেলে সঞ্জয়। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। এখন কেমন আছেন তিনি জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওই অবস্থাতেই ‘KGF: Chapter 2’ ও শামশেরা ছবির কাজও শেষ করেছিলেন তিনি। কেমোথেরাপি প্রথমে নিতে চাননি। পরে সন্তানদের কথা ভেবে এক মিনিট কেঁদে ফেলেছিলেন। অভিনেতা জানান, চেক আপের পরে তাঁর দম আটকে আসছিল। দেখা গিয়েছিল, তাঁর ফুসফুসে জল জমেছে। প্রথমে নিউমোনিয়া ভেবেছিলেন চিকিৎসকরা। পরে জানা যায়, আসলে ক্যানসারে আক্রান্ত সঞ্জয়।
advertisement
প্রথমে কিছুটা মন ভেঙে গেলেও তিনি নিমেষে নিজেকে সামলে নিয়েছিলেন সন্তানদের কথা মনে করে। কেমোথেরাপি নিলে কী কী হতে পারে তা সঞ্জয়কে জানিয়েছিলেন অভিনেতার চিকিৎসক। কিন্তু সঞ্জয় চিকিৎসককে বলেছিলেন, কোনও বমি হবে না, কোনও চুল পড়বে না। অভিনেতা ইন্ডিয়ান আইডলে জানান, 'কেমোথেরাপি নেওয়ার পর আমি সোজা যাই জিমে। ২ ঘণ্টা জিম করি। সেই সময়ই আমি শামশেরা ও কেজিএফ ২-এর শ্যুটিং শেষ করি'।
advertisement
advertisement
২০২০ সালের অগাস্টে সঞ্জয়ের ফুসফুসে চতুর্থ স্তরের ক্যানসার ধরা পড়ে। তার কয়েক মাস পরে, তিনি নেট মাধ্যমে লিখেছিলেন, 'আমার ছেলে-মেয়েদের সব থেকে ভাল উপহার দিতে চলেছি। নিশ্চিত ভাবে বেঁচে ফিরব আমি।' শেষ পর্যন্ত তিনি ক্যানসারকে জয় করেছেন বলে জানান সঞ্জয় দত্ত। পরিবার ও অনুরাগীদের দুশ্চিন্তামুক্ত করে এখন তিনি ক্যানসারমুক্ত। সুস্থ রয়েছেন তিনি। ফিরেছেন কাজেও।