Madhyamgram Fire News: মধ্যমগ্রামে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! মৃত ১, আহত একাধিক

Last Updated:

Madhyamgram Fire: মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যমগ্রামের বাদু এলাকায় একটি তেলের কারখানায় দুপুরে আগুন লাগে। দ্রুত সেখান থেকে আগুন গোটা কারখানায় ছড়িয়ে যায়।

কারখানায় আগুন।
কারখানায় আগুন।
মধ্যমগ্রাম, জিয়াউল আলম: মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যমগ্রামের বাদু এলাকায় একটি তেলের কারখানায় দুপুরে আগুন লাগে। দ্রুত সেখান থেকে আগুন গোটা কারখানায় ছড়িয়ে যায়।
দত্তপুকুর থানার অন্তর্গত চণ্ডীগড়ী এলাকার একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড। দুপুর ১টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শুনতে পায় এলাকারই মানুষজন এবং তারপরেই দেখে যে এই গোডাউনে আগুন লেগেছে এবং সেই সময় প্রচুর শ্রমিক কাজ করছিল বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলবাহিনী।
advertisement
advertisement
কারখানায় আগুন লেগে বেশ কয়েকজন আহত হয়। আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কা জনক। একজনের মৃত্যুও ঘটেছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, যিনি মারা গিয়েছেন তাঁর নাম বিশ্বনাথ। এছাড়াও বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। আবতদের নাম শের আলী, কুলদীপ সিং, জয়দেব কর্মকার। স্থানীয় সূত্রে খবর, বায়ো ডিজেলে রূপান্তরিত করা হত এই কারখানায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Fire News: মধ্যমগ্রামে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! মৃত ১, আহত একাধিক
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement