Fire : পুজোর বাজারে ছুটির দিনে বিধ্বংসী আগুন, তড়িঘড়ি ছুটে এল দমকল! জলের বদলে আগুন নেভাতে ব্যবহার হল 'অন্য' জিনিস
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Fire At Factory : ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহেশতলার মোমিনপুর ইন্ডিয়ান চেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আগুন।
মহেশতলা, সুমন সাহা: রবিবার ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরতলী এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মহেশতলার মোমিনপুর ইন্ডিয়ান চেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আগুন। কোম্পানির কর্মচারীরা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১ টি ইঞ্জিন। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পরবর্তীতে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। তবে দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : এখানে ছিল সোনার দেবীমূর্তি, ইতালি থেকে আনা শাঁখ বাজানো হয় প্রতিদিন! ১২৬ বছরে ধরে বদলানো হয়নি ঘটের জল
বজবজ দমকলের আধিকারিক দেব জীবন মজুমদার বলেন, বারোটা পনেরো নাগাদ খবর পায় তারা। এরপরই এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভানোর জন্য ফোম ব্যবহার করা হয়। জানা গিয়েছে, একটি অয়েল কন্টেইনারের মধ্যে বিটুমিন, তারপিন অয়েল মেশানো ছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার মধ্যে আগুন লাগে। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহত খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ অল্প বলে জানা গিয়েছে। স্বাভাবিক অর্থে রবিবার ছুটির দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 19, 2025 6:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire : পুজোর বাজারে ছুটির দিনে বিধ্বংসী আগুন, তড়িঘড়ি ছুটে এল দমকল! জলের বদলে আগুন নেভাতে ব্যবহার হল 'অন্য' জিনিস