পুজোর আগেই বিরিয়ানির দোকানে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল সিভিক, তারপর...
- Published by:Madhab Das
- local18
Last Updated:
যখন প্রত্যেক ব্যবসায়ীরা একটু বেশি মুনাফা লাভের আশায় বসে থাকেন তখনই এক বিরিয়ানির দোকানে ঘটে গেল ভয়ংকর কাণ্ড।
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দ্বিগবিজয় মাহালি: সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর সময় প্রত্যেক ব্যবসাদাররা চান একটু বেশি মুনাফার মুখ দেখার। জামাকাপড় থেকে শুরু করে অন্যান্য দোকানের পাশাপাশি খাওয়া-দাওয়ার দোকানগুলিতেও চলে পুজোর জন্য জোড় প্রস্তুতি। তবে এখানে অবস্থাতেই যখন প্রত্যেক ব্যবসায়ীরা একটু বেশি মুনাফা লাভের আশায় বসে থাকেন তখনই এক বিরিয়ানির দোকানে ঘটে গেল ভয়ংকর কাণ্ড। যে ঘটনার কারণে ছুটে আসতে হল সিভিক ভলেন্টিয়ারদের।
ভয়ংকর কাণ্ড ঘটে যাওয়া বিরিয়ানির দোকানটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডেবরা বাজারে। আসলে ওই দোকানে বুধবার সকাল ১০টা নাগাদ আচমকা রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাস লিক হতে শুরু করে এবং আগুন ধরে যায়। বাজারের মাঝে বিরিয়ানির দোকানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলের কাছেই থাকা এক সিভিক ভলেন্টিয়ার ও কয়েকজন বাসিন্দা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তবে দমকল বাহিনীর ঘটনাস্থলে আসার আগেই সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের প্রচেষ্টায় পশ্চিম মেদিনীপুরের ওই দোকানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
advertisement
অগ্নিকাণ্ডের এমন ঘটনায় যেমন এলাকায় আতঙ্ক ছড়ায়, ঠিক সেই রকমই বাজারের মাঝে অবস্থিত ওই বিরিয়ানির দোকানে ফায়ার লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে দমকল বাহিনী। স্বাভাবিকভাবেই পুজোর আগে যখন ব্যবসাদার যায় আলাদা মুনাফা লাভের আশায় বসে থাকেন সেই সময় ওই বিরিয়ানির দোকানের মালিক অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়লেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 11:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগেই বিরিয়ানির দোকানে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল সিভিক, তারপর...