Fire Accident: ফের অগ্নিকাণ্ড জয়নগরে! ভোরবেলা হঠাৎ করে জ্বলে উঠল পরপর দোকান, আতঙ্কিত এলাকাবাসী
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
রবিবার ভোরে হঠাৎই জয়নগর থানার দক্ষিণ বারাসাতের তিনটি থেকে চারটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় জয়নগর থানাতে ও দমকলকে।
জয়নগর: রবিবার ভোরে হঠাৎই জয়নগর থানার দক্ষিণ বারাসাতের তিনটি থেকে চারটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় জয়নগর থানাতে ও দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল আসার আগে দোকানের মালিকেরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের তিনটি দোকানে একই সঙ্গে আগুন লেগে যায়। কিন্তু একই সঙ্গে তিনটি দোকানে আগুন লাগল কিভাবে এইটাই এখন বড় প্রশ্ন। একটি দোকানের সঙ্গে আরেকটি দোকানের দূরত্ব প্রায় ১০ থেকে ১৫ মিটার। একই সঙ্গে তিন চারটি দোকানে আগুন লাগার বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে এই দোকানগুলিতে। তবে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা।
advertisement
advertisement
উল্লেখিত, সম্প্রতি জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। সেই গ্রামেও ২০-২৫ টি বাড়ি আগুন লাগিয়ে দিয়েছিল কে বা কারা। অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছিল জয়নগরের দক্ষিণ বারাসাতে সিপিএমের দলীয় কার্যালয়। তবে কী জয়নগরের দক্ষিণ বারাসাতের এই দোকানগুলির অগ্নিসংযোগ-এর ঘটনার সঙ্গে যোগ রয়েছে, জয়নগর দাপুটে নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনার। এখন সেটাই খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident: ফের অগ্নিকাণ্ড জয়নগরে! ভোরবেলা হঠাৎ করে জ্বলে উঠল পরপর দোকান, আতঙ্কিত এলাকাবাসী