West Bengal flood situation: ফুঁসছে অজয়, দামোদর, ভাগীরথী, ফেরি চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের

Last Updated:

Ferry service: ফুঁসছে দামোদর। বন্যার আশঙ্কায় গলসী, খন্ডঘোষে মাইকিং শুরু করল প্রশাসন। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের ত্রাণ শিবিরে উঠে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বন্ধ ফেরি চলাচল।
বন্ধ ফেরি চলাচল।
পূর্ব বর্ধমান: ফুঁসছে দামোদর। বন্যার আশঙ্কায় গলসী, খন্ডঘোষে মাইকিং শুরু করল প্রশাসন। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের ত্রাণ শিবিরে উঠে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। দামোদরে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। তার জেরেই বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। ভাগীরথী তীরবর্তী এলাকাতেও প্রচার চালানো হচ্ছে।
এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলায় ফেরি চলাচল বন্ধ করল প্রশাসন। ভাগীরথী, দামোদর, অজয়-সহ সব ঘাটে ফেরি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিলেন জেলাশাসক। পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীগুলিতে জলস্তর বাড়তে থাকায় এই নির্দেশ দিয়েছেন। রবিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেন তিনি। জরুরি প্রয়োজনেও চালানো যাবে না ফেরি। সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করবে প্রশাসন।
advertisement
advertisement
এদিন বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রামের কাছে বাঁকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এলাকার প্লাবিত মানুষজনকে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিধায়ক নিশীথ কুমার মালিক জানিয়েছেন। বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুতুন্ডা গ্রামে বাঁকা নদীর বাঁধ ভেঙে যায়। খবর পাওয়া মাত্রই পুতু্ডা গ্রামে কাজের তদারকিতে যান বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক।
advertisement
তিনি বলেন, “দ্রুত বাঁধ মেরামতির কাজে  হাত দেওয়া হয়েছে। সাহায্য করছেন গ্রামবাসীরাও। গ্রামের সাধারণ মানুষের সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ চলছে”।
জানা গিয়েছে, বিধায়ক নিশীথ মালিক জেলাশাসক এবং সেচ দফতরকে বিষয়টি জানিয়েছেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সকালে বাঁধ ভেঙে যাবার পর থেকে তাঁরা মেরামতের কাজে হাত লাগিয়েছেন, কিন্তু পুরোটা করা যায়নি, এখন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
advertisement
অন্য দিকে, জলের তোড়ে ভেঙে গিয়েছে আউশগ্রাম থেকে কালিদহ যাওয়ার রাস্তা। একটি কালভার্টের দু’দিকের রাস্তা ১০-১৫ ফুট করে ভেঙে গিয়েছে। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করেছেন। খবর পেয়ে এলাকায় গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন বিডিও। দ্রুত ওই রাস্তা সারানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal flood situation: ফুঁসছে অজয়, দামোদর, ভাগীরথী, ফেরি চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement