Indian Railways: ডিসেম্বরে চেন্নাই কিংবা রাজস্থান প্ল্যান? স্পেশ্যাল অফার দিচ্ছে দক্ষিণ পূর্ব রেল
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Winter Tour Planning: খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ডিসেম্বর মানে ছুটির মাস, ঘোরার পরিকল্পনা করেন অনেকে। এই সময়ে চেন্নাই কিংবা রাজস্থান ঘুরে আসার প্ল্যান করছেন? তবে চিন্তা কীসের! দক্ষিণ পূর্ব রেল করে দেবে আপনার ব্যবস্থা। এবার স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বাড়াল দক্ষিণ পূর্ব রেল।
advertisement
advertisement
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ০২৮৪১ শালিমার - এমজিআর চেন্নাই স্পেশাল ট্রেন ২৯ ডিসেম্বর এবং ০২৮৪২ এমজিআর চেন্নাই-শালিমার স্পেশাল ট্রেন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে। একইভাবে ০৮৬১১ সাঁতরাগাছি-আজমির স্পেশাল ট্রেন ২৯ ডিসেম্বর এবং ০৮৬১২ আজমির-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে।
advertisement
প্রসঙ্গত পুজোর মরশুমে একাধিক পুজো স্পেশ‍্যাল ট্রেন চালিয়েছিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চালিয়েছিল এই ডিভিশন। রেলের এক আধিকারিক বলেন, সামনে ডিসেম্বর। সবাই বছর শেষে ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেয়। তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।
advertisement
