Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে

Last Updated:

Joy Boro Maa: জয় বড়মা, ভক্তরা খুশি হয়ে যান, এবার নৈহাটির ফেরি সার্ভিসেও মায়ের আশীর্বাদ

নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
উত্তর ২৪ পরগনা: নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের নাম, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বড়মার নামেই হবে ফেরি পরিষেবার নামকরণ। এবার নৈহাটি ফেরি সার্ভিস বদলে তাই নামকরণ করা হল বড়মা ফেরি সার্ভিস। রাজ্য সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে এই নতুন বোর্ড লাগানো হয়েছে।
পাশাপাশি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নতুন টিকিটও ছাপানো হয়েছে। ফলে নৈহাটি গঙ্গার ঘাট থেকে যাঁরা চুঁচুড়া পারাপার করবেন, তাঁদের নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নামে নতুন টিকিট দেওয়া হবে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দেওয়ার পর বড়মার নামে পুলিশ ফাঁড়ি ও ফেরি সার্ভিস করার কথা ঘোষণা করেছিলেন। এরপরেই বড়মার মন্দিরে চালু হয় পুলিশ ফাঁড়ি। নতুন এই নামকরণে খুশি নৈহাটিবাসী।
advertisement
advertisement
নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও
নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে নৈহাটি গঙ্গার ঘাট সংস্কার করার জন্য ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ব্যয় করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে। প্রসঙ্গত, নৈহাটির এই ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিনই কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
advertisement
নৈহাটির বিধায়ক সনৎ দে জানান, ‘‘নৈহাটির মানুষের মনের ইচ্ছে পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। নৈহাটির বড়মা পুলিশফাঁড়ির ও নৈহাটির বড়মা ফেরি সার্ভিস পেয়ে নৈহাটিবাসী এখন খুবই খুশি।’’
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement