Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে

Last Updated:

Joy Boro Maa: জয় বড়মা, ভক্তরা খুশি হয়ে যান, এবার নৈহাটির ফেরি সার্ভিসেও মায়ের আশীর্বাদ

নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
উত্তর ২৪ পরগনা: নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের নাম, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বড়মার নামেই হবে ফেরি পরিষেবার নামকরণ। এবার নৈহাটি ফেরি সার্ভিস বদলে তাই নামকরণ করা হল বড়মা ফেরি সার্ভিস। রাজ্য সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে এই নতুন বোর্ড লাগানো হয়েছে।
পাশাপাশি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নতুন টিকিটও ছাপানো হয়েছে। ফলে নৈহাটি গঙ্গার ঘাট থেকে যাঁরা চুঁচুড়া পারাপার করবেন, তাঁদের নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নামে নতুন টিকিট দেওয়া হবে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দেওয়ার পর বড়মার নামে পুলিশ ফাঁড়ি ও ফেরি সার্ভিস করার কথা ঘোষণা করেছিলেন। এরপরেই বড়মার মন্দিরে চালু হয় পুলিশ ফাঁড়ি। নতুন এই নামকরণে খুশি নৈহাটিবাসী।
advertisement
advertisement
নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও
নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে নৈহাটি গঙ্গার ঘাট সংস্কার করার জন্য ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ব্যয় করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে। প্রসঙ্গত, নৈহাটির এই ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিনই কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
advertisement
নৈহাটির বিধায়ক সনৎ দে জানান, ‘‘নৈহাটির মানুষের মনের ইচ্ছে পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। নৈহাটির বড়মা পুলিশফাঁড়ির ও নৈহাটির বড়মা ফেরি সার্ভিস পেয়ে নৈহাটিবাসী এখন খুবই খুশি।’’
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement