সদ্যোজাত সন্তান আর স্ত্রীকে খুনের ফন্দি, কীটনাশক মেশানো মিষ্টি নিয়ে এল বাবা
- Reported by:Pranab kumar Banerjee
- Published by:Rukmini Mazumder
Last Updated:
স্ত্রীর হাতে মিষ্টির প্যাকেট দিয়েছিল হাসি মুখে। কিন্তু প্যাকেট খুলতেই কীটনাশকের গন্ধে সন্দেহ জাগে স্ত্রী সুফিনার...
মুর্শিদাবাদ: শ্বশুর বাড়িতে জামাই এসেছে মিষ্টি হাতে। সদ্য সন্তান হয়েছে। স্ত্রীর হাতে মিষ্টির প্যাকেট দিয়েছিল হাসি মুখে। কিন্তু প্যাকেট খুলতেই কীটনাশকের গন্ধে সন্দেহ জাগে স্ত্রী সুফিনার। সেই কথা মাকে জানাতেই মাও গন্ধ পায় কীটনাশকের। এরপরই এক কান, দু কান হতেই পাড়ার লোক ভিড় করে বাড়িতে। তারাও কীটনাশকের গন্ধ পায় মিষ্টির মধ্যে। জামাই রুবেল শেখকে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসা করতেই সে স্বীকার করে, মিষ্টিতে কীটনাশক রয়েছে। তারপরই পাড়ার লোকেরা তাকে গণধোলাই দেয়, তুলে দেওয়া হয় রানিনগর থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার রাখালদাসপুর এলাকায়।
জানা যায়, ধনিরামপুরের রুবেল শেখের সঙ্গে বছর দুয়েক আগে রাখালদাসপুরের সুফিনার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শারিরীক ও মানসিক অত্যাচার করত রুবেল। সন্তানসম্ভবা হওয়ার পর মাস সাতেক আগে বাপের বাড়িতে রেখে যায় তাকে। মাস খানেক আগে সুফিনা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। অভিযোগ, রুবেল কোনওদিন তার স্ত্রী -সন্তানের খবর নেয়নি। শুক্রবার রাতে হঠাৎই বাড়িতে এক প্যাকেট মিষ্টি হাতে করে নিয়ে সদ্যোজাত সন্তানকে দেখতে আসে। এরপরেই মিষ্টির মধ্যে কীটনাশকের গন্ধ পাওয়ার পর সন্দেহ হয় এবং পাড়ার লোকেরা তাকে ধরে বেধড়ক মারধর করে। রানিনগর থানার পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় রুবেল শেখ-কে। ধৃতর পুলিশি হেফাজতের আদেবন চেয়ে রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
স্ত্রী সুফিনা বিবি বলেন, '' বিয়ের পর থেকেই আমার উপর অত্যাচার করত। সন্তান হওয়ার পরও কোনও খবর নেয়নি। হঠাৎ করে মিষ্টি নিয়ে আসায় আমাদের সন্দেহ হয়েছিল। কিন্তু কীটনাশক মিশিয়ে নিয়ে আসবে কল্পনাও করিনি। আমি চাই ওর উপযুক্ত শাস্তি হোক।'' সুফিনার মা পারভিনা বিবি বলেন, '' কোনওদিন ভাবতে পারিনি জামাই এই ধরনের কাজ করবে। মেয়ে ও সদ্যোজাত সন্তানকে আমরাই দেখছি। একটা টাকা দিয়ে সহযোগিতা করেনি। তারউপর কীটনাশক দিয়ে মিষ্টি নিয়ে এসেছে। ''
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2023 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সদ্যোজাত সন্তান আর স্ত্রীকে খুনের ফন্দি, কীটনাশক মেশানো মিষ্টি নিয়ে এল বাবা








