Father Son: ভরা বাজার, আচমকা ছেলের কাঁধে চপারের কোপ বাবার! রক্তারক্তি কাণ্ড, আসল ঘটনা লুকিয়ে ঘরের ভিতরে! কী ঘটেছে আসলে জানেন? শিউরে উঠবেন

Last Updated:

Father Son: খবর দেওয়া হয় বকুলতলা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
জয়নগর: মাছের খাবার কিনতে ছেলে গিয়েছিলেন হাটে। সেই সময় অতর্কিতে এসে চপার দিয়ে ছেলের কাঁধে কোপ বসাল বাবা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০ টায় জয়নগরের বকুলতলা থানার নতুনহাট এলাকায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বকুলতলা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
জখম ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওযা হয় জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ছেলের নাম সেলিম মোল্লা ওরফে বাবু মোল্লা। অভিযুক্ত বাবার নাম এরাদ আলি মোল্লা।
advertisement
advertisement
জানা গিয়েছে, এরাদ আলি মোল্লার বাড়ি বাইশহাটা পঞ্চায়েত এলাকায়। এরাদ আলি পুকুর লিজ নিয়ে মাছ ব্যবসা করেন। ছেলে সেলিম মোল্লাও এই কাজ করেন। দীর্ঘদিন ধরে এই মাছ ব্যাবসার কারবার নিয়ে বাবা ছেলের মধ্যে ঝামেলা চলছিল। এলাকার বাসিন্দারা বলেন, কয়েকদিন আগে বাবাকে ছেলে মারতে গিয়েছিল। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মাছ ব্যবসার টাকা পয়সা জনিত সমস্যা নিয়ে বিবাদ লেগে ছিল।
advertisement
এদিনও সেই বিবাদ থেকেই বাবা ছেলেকে খুনের চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ছেলে সেলিমের স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিল এরাদ আলি মোল্লা ও তাঁর স্ত্রী। এই নিয়েও অশান্তি ছিল। মাছ ব্যবসা জনিত কারণেই এদিনের হামলা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
—- সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Son: ভরা বাজার, আচমকা ছেলের কাঁধে চপারের কোপ বাবার! রক্তারক্তি কাণ্ড, আসল ঘটনা লুকিয়ে ঘরের ভিতরে! কী ঘটেছে আসলে জানেন? শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement