Fast Food: বাঁকুড়ায় একটি দোকানে উপচে পড়ছে ভিড়...কারণ জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

Fast Food: বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম। গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার।

+
৫

৫ টাকার মিষ্টি

বাঁকুড়া: বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম। গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এখানে ১০ টাকা খরচে আপনার বিকেলের খাওয়া হয়ে যাবে! শুনে অবাক লাগলেও সত্যি। আজকাল দুর্মূল্যের বাজারে ১০ টাকার বিনিময়ে যখন কিছুই পাওয়া যায়না সেখানে দাঁড়িয়ে তিন তিনটে আইটেম সত্যিই অবাক করে। তাহলে আসল কথায় আসা যাক।
আরও পড়ুনঃ এক টুকরো আমলকি, ব‍্যাস! শুধু এই নিয়মে খেলেই ইউরিক অ‍্যাসিডের টিকি থাকবে না শরীরে
মাত্র ৫ টাকার গরম গরম রসগোল্লা সঙ্গে মাত্র ২ টাকার তেলে ভাজা বেগুনি। অবশেষে মাত্র ৩ টাকার চা পান করে সম্পূর্ণ করুন আপনার বিকেলের “স্ন্যাকস”। দোকানের মালিক ষষ্ঠীপদ দত্ত জানান, “আট বছর হল দোকানটা খুলেছি। ৫ টাকার রসগোল্লা, ৬ টাকার গুড়ের রসগোল্লা। আমার দোকানে পাঁচ টাকার মিষ্টিরই চল বেশি। তাছাড়াও ২ টাকার “বেগুনি” বিক্রি করি।”
advertisement
বর্তমানে বাঁকুড়ার বেশীরভাগ মিষ্টির দোকানে ৫ টাকার রসগোল্লার চল নেই। গরম গরম দুটো পাঁচ টাকার রসগোল্লা খেলে সাময়িক পেট এবং মন দুই ভরে যায়। আটপৌরে এই মিষ্টান্ন ভান্ডার সেই কারণেই পাঁচ টাকা স্ট্যান্ডার্ড ধরে মিষ্টি বিক্রি করছে। সেই কারণেই দোকানে উপচে পড়ে মানুষের ভিড়ও। রসগোল্লা খেতে আসা স্থানীয় জানান, “বাঁকুড়ার আর অন্য কোথাও মাত্র পাঁচ টাকার রসগোল্লা পাওয়া যায়না।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ আটার সঙ্গে মেশান ‘দু-চামচ’ এই জিনিস! রুটির পুষ্টিগুণে উধাও হবে কোলেস্টেরল, কমবে প্রেশার
এক কথায় মিষ্টির খনি বাঁকুড়া। মিষ্টি, চপ, চা এবং বেগনী বিক্রি করে জীবন জীবিকা চালান বাঁকুড়ার বহু মানুষ। এই দুর্মূল্যের বাজারে এখনও ১০ বছর আগের মত পাঁচ টাকার তুলনামূলকভাবে বড় সাইজের রসগোল্লা, ২ টাকার বেগুনী এবং চা বিক্রি করে নজর কেড়েছে এই মিষ্টির দোকান।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fast Food: বাঁকুড়ায় একটি দোকানে উপচে পড়ছে ভিড়...কারণ জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement