Hooghly News: এটাই হবে শেষ ঢ্যাঁড়স তুলতে যাওয়া, বুঝতেই পারেন নি চাষি! মাঝপথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা

Last Updated:

ঢ্যাঁড়শ তুলতে যাওয়ার পথে মাঝপথেই মৃত্যু হল চাষির

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু
হুগলি: ঢ্যাঁড়শ তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির। এমনই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বলা ঘরের জিরাটে। বিদ্যুৎ দফতরের গাফিলতিতে প্রান গেল এক চাষির, অভিযোগ গ্রামের মানুষের। তার ছিঁড়ে পড়ে থাকলেও তাতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকল কেন সে প্রশ্ন গ্রামবাসীদের। খোলা তারের বদলে কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে যেত হবে দাবী।
স্থানীয় সূত্রে খবর, হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস (৫৩) প্রতিদিনের মত আজ ভোরে চাষের জমিতে যাচ্ছিলেন সাইকেল নিয়ে। জিরাট কালিতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ভোরের আধো অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি প্রৌঢ়। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেল। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওই ভাবেই রাস্তায় পড় থাকেন তিনি। বিদ্যুতে ঝলসে যায় তার বা হাতের কব্জি। ডান পায়ের হাঁটু ও ডান হাত পুড়ে যায়।
advertisement
advertisement
পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দফতরে যোগাযোগ করে বন্ধ করা হয় বিদ্যুৎ। তারে তাল গাছের পাতা পড়ার কারণে ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিতাই দাসের দাদা স্বপন দাস জানান, “ভাই প্রতিদিনের মত আজও জমিতে যাচ্ছিল ঢ্যাঁড়স তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এমন ঘটনাটা ঘটেছে। দীর্ঘদিনের পুরনো তার যেটা ছিঁড়ে পড়েছিল বলেই ভাই মারা গেল। চাষ করে সংসার চালাতে হয়। এখন আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভালহয়।”
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এটাই হবে শেষ ঢ্যাঁড়স তুলতে যাওয়া, বুঝতেই পারেন নি চাষি! মাঝপথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement