Hooghly News: ব্যাঙ্কের কাজকর্মের ফাঁকেই অবিশ্বাস্য নেশা! পরের ঘটনা শুধুই উৎসাহ, পুরস্কার আর সম্মান!

Last Updated:

ব্যাঙ্ককর্মী হলেও নেশাটা ছিল অন্য, যে নেশায় আজ তাকে এনে দিল পুরস্কার

+
অনির্বাণ

অনির্বাণ সাহা ও তার স্ত্রী

হুগলি: পেশায় তিনি স্টেট ব্যাঙ্কের কর্মী আর তার নেশা তথ্যচিত্র বানানো। শখের বসেই তথ্যচিত্র বানিয়ে এবার একাধিক পুরস্কার খেতাব নিজের নামে করে দেশ জুড়ে সাড়া ফেলেছেন চন্দননগরের বাসিন্দা অনির্বাণ সাহা। সম্প্রতি আইডিয়াল ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব ২০২৫ (সিজন-৪) এ সমস্ত মহাদেশ থেকে এক হাজারটির বেশি চলচ্চিত্র অংশ নিয়েছিল। এর মধ্যে ভারতীয়, জাপান, কানাডা, স্পেন ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রতিযোগিরা পুরস্কৃত হন। সেখানেই সেরা তথ্যচিত্রের খেতাব অর্জন করেছেন অনির্বাণের তথ্যচিত্র জানা-অজানা বিষ্ণুপুর।
নিছক শখের বসে ঐতিহাসিক স্থানের তথ্য চিত্র বানিয়ে সাড়া ফেলল চন্দননগর অনির্বাণ সাহা। তিনি কলকাতার স্টেট ব্যাঙ্কের কর্মী। তার আগাগোড়াই ইতিহাস ও ঐতিহাসিক স্থানের প্রতি আগ্রহ ছিল। তিনি আগে ইতিহাস নিয়ে বই লিখে ছিলেন।করোনাকালে চন্দননগরের ইতিহাস স্বাধীনতা আন্দোলন, মন্দির ও স্থাপত্য নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেন। তার বন্ধু সহকর্মী কৌশিক ভক্ত উৎসাহে তথ্য চিত্রের চিন্তাভাবনা আসে। এরপর একাধিক তথ্য চিত্র বানিয়েছেন তিনি।
advertisement
advertisement
চন্দননগরের সামগ্রিক ইতিহাস নিয়ে ১৭ টি পর্বে ডকুমেন্টারি বানিয়েছেন। এছাড়াও চন্দননগর দর্পণ, কালের আয়না গড়পঞ্চকোট, পাকবিড়রা দ্য আর্কলজিক্যাল ভিলেজ, পুরুলিয়ার ছৌ নৃত্য ও মুখোশ গ্রাম, জানা-অজানা বিষ্ণুপুর তথ্যচিত্র বানিয়েছেন। এতে সহযোগিতা করেছেন একাধিক মানুষ। রবিবার মহারাষ্ট্রে আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জানা-অজানা বিষ্ণুপুর তথ্যচিত্রে পুরস্কার পান অনির্বান। আওরঙ্গবাদের মৌলানা আজাদ গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে দুটি বিভাগে পুরস্কার দেওয়া হয় তাকে। এনিয়ে ১৩ টি পুরস্কার পেয়েছে এই তথ্যচিত্রে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চন্দননগরের মরাণ রোডের মন্ডল বাগানের বাসিন্দা অনির্বাণ ছেলেবেলা থেকে পড়াশোনা চন্দননগরে। কমার্সের ছাত্র হয়েও আগাগোড়াই, ইতিহাসের প্রতি লেখালেখির ইচ্ছা ছিলই। ২০০৮ সালে কলকাতা স্টেট ব্যাঙ্কে চাকরি জীবন শুরু হয়। বর্তমানে স্ত্রী শর্মিষ্ঠা দাস সাহা শিক্ষকতার সঙ্গে সঙ্গে ডকুমেন্টারির তৈরির কাজে সাহায্য করেন তাকে। একমাত্র ছেলেকে নিয়ে সংসার তাদের। সহকর্মী কৌশিক ভক্তের ক্যামেরা দিয়ে চন্দননগরের বিভিন্ন ইতিহাস, মন্দির ও স্থাপত্য বিষয়ে তথ্য চিত্র বানিয়েছেন। পরবর্তীকালে বিভিন্ন রকম ইতিহাস নিয়ে কাজ করা শুরু করেন।অনেকেই তার সঙ্গে সহ যোগীতার হাত বাড়িয়ে দেন।
advertisement
আইডিয়াল ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব ২০২৫ (সিজন ৪) এ সমস্ত মহাদেশ থেকে এক হাজারটির বেশি চলচ্চিত্র অংশ নিয়েছিল। এর মধ্যে ভারতীয়, জাপান, কানাডা, স্পেন ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রতিযোগিরা পুরস্কৃত হন। মহারাষ্ট্র থেকে পুরস্কার পাওয়ার পর ডকুমেন্টারি পরিচালক অনির্বান সাহা বলেন, “আমার সঙ্গে আমার স্ত্রী সহ একাধিক ব্যক্তিত্ব সাহায্য করেছেন। এই পুরস্কার আমাকে উৎসাহ দিয়েছে। আগামীদিনে আরও ভাল কাজের ইচ্ছা পাব।”
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ব্যাঙ্কের কাজকর্মের ফাঁকেই অবিশ্বাস্য নেশা! পরের ঘটনা শুধুই উৎসাহ, পুরস্কার আর সম্মান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement