Hooghly News: খাটের নিচে জল, রান্নাঘরে জল! সবই জলে জলময়! বর্ষার আগেই সব কাজ লাটে উঠেছে এই এলাকায়

Last Updated:

বর্ষার আগেই জলে জলময়, বর্ষায় কি হবে টা নিয়েই বাড়ছে চিন্তা

+
বাড়ির

বাড়ির সামনে জমে রয়েছে জল

হুগলি: এখনও সেভাবে বর্ষা আসেনি বাংলায়। প্রাক বর্ষার মরসুমে জল থৈথৈ হুগলির ডানকুনির একাধিক পুরসভাতে। বাড়ির সামনে জমা জল! কোথাও কোথাও আবার বাড়ির ভিতরেও ঢুকে গেছে সেই জল। বর্ষার জমা জলের কারণে লাটে উঠেছে মানুষের রান্নাবান্না। কারণ জল থৈথৈ রান্না ঘরেও। কম করে পাঁচটি ওয়ার্ডের শতাধিক মানুষ ভুগছেন বৃষ্টির জমা জলের যন্ত্রণায় !
ডানকুনি পুরসভার ২ নম্বর, ১৩ নম্বর, ১৪ নম্বর, ১৫ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ড একেবারে জলমগ্ন। বর্ষার শুরুতেই জল থৈ থৈ প্রত্যেক বাড়িতে। বাড়ির খাটের নিচে জল, রান্না ঘরে জল, রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না জমা জলের কারণে এলাকার মানুষরা এবং এই সমস্যা শুধু আজকের নয়, বরং স্থানীয় মানুষরা বলছেন প্রায় কয়েক বছর ধরে এই একই সমস্যা ভোগ করে আসছেন তারা। সঠিক কোনরকম স্থায়ী ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। যার ফলে প্রতিবছরের এই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে স্থানীয় মানুষদের।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সবিনা বেগম বলেন, দীর্ঘ সময় ধরে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু স্থায়ী সমাধান কখনোই হয়নি। প্রতিবছর বর্ষা আসলেই সারা বর্ষা জুড়ে তাদেরকেই জলযন্ত্রণা ভোগ করতে হয়। রান্নাবান্না খাওয়া দাওয়া ছেলেমেয়েদের স্কুল যাওয়া সব একেবারে বিঘ্নিত ঘটে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর দেবাশীষ ব্যানার্জীর আশ্বাস, পুরসভা নিকাশি নালা পরিষ্কার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে জল নিকাশির জন্য। তবে সেটি এখনও সময় সাপেক্ষ। এই কাজ সম্পূর্ণরূপে শেষ হলে স্থানীয় মানুষরা এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খাটের নিচে জল, রান্নাঘরে জল! সবই জলে জলময়! বর্ষার আগেই সব কাজ লাটে উঠেছে এই এলাকায়
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement